(Source: ECI/ABP News/ABP Majha)
Sikhar Dhawan: ৮ বছরের দাম্পত্য জীবনে ইতি, বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত শিখর- আয়েশার
Sikhar Dhawan: এই নিয়ে দ্বিতীয়বার ডিভোর্স হল আয়েশার। নিজের ইনস্টাগ্রাম পোস্টেই তিনি জানিয়েছেন যে ধবন তাঁকে ডিভোর্স দিয়েছেন। এই নিয়ে নিজের অনুভূতির কথাও তুলে ধরেছেন ইনস্টা পোস্টে।
নয়াদিল্লি: ৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন শিখর ধবন ও আয়েশা মুখোপাধ্যায়। আইপিএলের দ্বিতীয় পর্বে নামার আগে তারকা ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবনে বড়় ধাক্কা। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন আয়েশা। সেখানেই ডিভোর্সের ব্যাপারে জানিয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার ডিভোর্স হল আয়েশার। নিজের ইনস্টাগ্রাম পোস্টেই তিনি জানিয়েছেন যে ধবন তাঁকে ডিভোর্স দিয়েছেন। এই নিয়ে নিজের অনুভূতির কথাও তুলে ধরেছেন ইনস্টা পোস্টে। ধবন-আয়েশার একটি পুত্র সন্তান রয়েছে। এছাড়াও আয়েশার প্রথম পক্ষের দুটি কন্য়া সন্তানও রয়েছে।
২০০৯ সালে শিখর ও আয়েশার বাগদান হয়েছিল। এরপর ২০১২ সালে ২ জনের বিয়ে হয়। এরপর ২০১৪ সালে তারকা দম্পতির একটি পুত্র সন্তান হয়। যার নাম জোরাভর ধবন।এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ধবন বলেছিলেন যে আয়েশাকে বিয়ের পর কীভাবে তাঁর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছিল।
এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেননি আয়েশা ও শিখর। তবে ২ জনই ২ জনকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। এছাড়াও আয়েশা তাঁর প্রোফাইল থেকে শিখরের সঙ্গে সব ছবিও তাঁর ফিড থেকে মুছে দিয়েছেন।
সীমিত ওভারের সিরিজে জাতীয় দলের জার্সিতে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল শিখরকে। জাতীয় দলের সঙ্গে বিগত ১০ বছর ধরে যুক্ত তিনি। টেস্ট ফর্ম্যাটে বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে শিখর। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁহাতি এই তারকা ওপেনারকে দেখা যাবে। প্রথম ওপেনার হিসেবে রােহিত শর্মার জায়গা পাকা। দ্বিতীয় ওপেনার হিসেবে যদিও কে এল রাহুলের সঙ্গে লড়াই হবে ধবনের।
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে দেখা যাবে শিখর ধবনকে। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ধবন ৩৪ টি টেস্ট খেলেছেন এখনও পর্যন্ত। ১৪৫টি ওয়ান ডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন।