Rohit Sharma: NBA-র মঞ্চে মুখোমুখি ২ বিশ্বজয়ী, ক্য়াসিয়াসের সঙ্গে দেখা করলেন রোহিত
Rohit Sharma Meets Iker Casillas: ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি সারছে। আগামীকাল ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি।
আবুধাবি: মুখোমুখি রোহিত শর্মা ও ইকের ক্যাসিয়াস। আবুধাবিতে এনবি-র খেলা দেখতে গিয়ে একে অপরের সঙ্গে দেখা করলেন ভারতীয় দলের বিশ্বজয়ী অধিনায়ক ও স্পেনের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। এনবিএ তাদের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছে দুজনের ছবি। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি সারছে। আগামীকাল ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি। তবে রোহিত এই মুহূর্তে টি-টােয়েন্টিতে জাতীয় দলের সদস্য নন। কারণ এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই। কিছুদিন আগেই তাঁর নেতৃত্বে বাংলাদেশকে ২ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। ছুটি কাটাতে এবার তাই স্ত্রী রীতিকাকে নিয়ে আবুধাবি NBA চ্যাম্পিয়নশিপ দেখতে চলে গিয়েছিলেন।
অন্য়দিকে ক্যাসিয়াস স্পেনের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক। ২০০৮ সালে তাঁর নেতৃত্বে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ২০১০ সালে ফুটবল বিশ্বকাপও জেতে স্পেন। ক্যাসিয়াসকে অন্য়তম কিংবদন্তি গোলরক্ষক মানা হয় বিশ্ব ফুটবলে। শুধু ক্যাসিয়াস নয়। বিশ্ব ফুটবলের নামকড়া তারকাদের মধ্যে রোনাল্ডিনহো, পিকে, থিয়ের অঁরিও উপস্থিত ছিলেন খেলা দেখতে।
দীর্ঘদিন ক্যাসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন। এছাড়াও হিটম্য়ানও চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের খুব বড় ভক্ত। ২০২০ সালে তাঁকে রিয়াল মাদ্রিদের তরফে এক জার্সি উপহার দেওয়া হয়েছিল। সঙ্গে তাঁর নামও লেখা ছিল রিয়ালের উপহার দেওয়া জার্সিতে। নম্বর লেখা হয়েছিল ৪৫। এবার রিয়ালের হয়ে খেলা কিংবদন্তি ফুটবলারের সঙ্গে দেখা করলেন বিশ্ব ক্রিকেটের এক ভারতীয় কিংবদন্তি।
View this post on Instagram
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। সূর্যুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের কোচিংয়ে এই নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের নেতৃত্বেই লঙ্কা বাহিনীকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। এবার সামনে বাংলাদেশ। যাদের টেস্ট সিরিজে হারিয়ে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় দল। অনেক তরুণ মুখকে দেখা যাবে সিরিজে। এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একবারই হারাতে পেরেছে ভারতকে। বলাই বাহুল্য আসন্ন সিরিজেই খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত।