Team India: স্বাধীনতার ৭৫, সমর্থকদের জন্য বাজারে ভারতীয় দলের বিশেষ জার্সি, কত দাম? কিনবেন কীভাবে?
BCCI: সোশ্যাল মিডিয়ায় বোর্ডের তরফ থেকে জার্সির ছবি প্রকাশ করা হয়েছে। টিম ইন্ডিয়ার নীল রংয়ের জার্সি। বিশেষত্ব বলতে, তাতে ৭৫ সংখ্যাটি নকশা করে লেখা। আর জার্সির নীচের দিকে তেরঙার স্ট্রোক।
কলকাতা: স্বাধীনতার ৭৫ বছরে ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ জার্সি নিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যে জার্সি নিয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে।
সোমবার, ১৫ অগাস্ট। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল বিশেষ এই দিনটি। আর এই দিনই বিশেষ একটি জার্সি বাজারে নিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে সোশ্যাল মিডিয়ায় বোর্ডের তরফ থেকে জার্সির ছবি প্রকাশ করা হয়েছে। টিম ইন্ডিয়ার নীল রংয়ের জার্সি। বিশেষত্ব বলতে, তাতে ৭৫ সংখ্যাটি নকশা করে লেখা। আর জার্সির নীচের দিকে তেরঙার স্ট্রোক।
কত দাম?
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, বিশেষ এই জার্সির দাম ৩,৯৯৯ টাকা (জিএসটি সমেত)। তবে তিন কিস্তিতেও কেনা যাবে জার্সি। মাসে ১,৩৩৩ টাকা করে তিন কিস্তিতে দাম দেওয়া যাবে। তবে ক্যাশ অন ডেলিভারির সুযোগ নেই। করা যাবে না এক্সচেঞ্জও।
কোথায় পাওয়া যাবে?
এমপিএলের ওয়েবসাইট থেকে কেনা যাবে ভারতীয় দলের বিশেষ এই জার্সি।
Let's celebrate the 75th year of Indian Independence by donning this Flag of the Nation, Limited Edition Jersey.#TeamIndiaLimitedEdition #IndianCricketTeam #MPLSports
— BCCI (@BCCI) August 15, 2022
🛍️🛒https://t.co/ur9tGwQN8O pic.twitter.com/MbrHu2oIaw
হারারেতে পতাকা উত্তোলন
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।
সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।
পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তিনটি ম্যাচই হবে হারারেতে। সেখানেই শিবির হয়েছে টিম ইন্ডিয়ার।
সোমবার, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আনন্দে মাতোয়ারা গোটা দেশ। স্বাধীনতা দিবস উদযাপিত হল দেশজুড়ে। জিম্বাবোয়ে সফররত ভারতীয় দলও বিশেষ এই দিনটি পালন করলেন নিজেদের মতো করেই। হারারেতে জাতীয় পতাকা উত্তোলিত হল। জাতীয় সঙ্গীত গাইলেন কে এল রাহুল, শিখর ধবন, ভি ভি এস লক্ষ্মণরা।
পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার বিকেলে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে খোশমেজাজে সৌরভ, উত্তোলন করলেন জাতীয় পতাকা