এক্সপ্লোর
কুম্বলে হেডস্যরের জমানায় ফিরল কার্স্টেন ফর্মুলা
![কুম্বলে হেডস্যরের জমানায় ফিরল কার্স্টেন ফর্মুলা Team India Starts Practice Under Coach Kumble কুম্বলে হেডস্যরের জমানায় ফিরল কার্স্টেন ফর্মুলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/30215845/kumble-coach-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: সময়টা ২০০৮ সাল৷ অনিল কুম্বলে তখন ভারতীয় দলের অধিনায়ক৷ টিম ইন্ডিয়ার কোচ তখন গ্যারি কার্স্টেন৷ তারপর? কেটে গিয়েছে আরও ৮ টা বছর৷ টিম ইন্ডিয়ার টিম প্র্যাক্টিসে ফিরল গ্যারি কার্স্টেন মডেল, অনিল কুম্বলের হাত ধরে৷
বেঙ্গালুরুর অনুশীলনে ক্রিকেটারদের সঙ্গে ব্যস্ত স্বয়ং হেডস্যারও৷ সকাল থেকেই চলল থ্রো-ডাউন প্র্যাক্টিস৷ নেটে ব্যাটসম্যানদের বল করলেন স্বয়ং হেডস্যার৷ নেটে ডেলিভারির জন্য ডেকে নেওয়া হয়েছিল কর্ণাটকের বোলার এস অরবিন্দ, বিনয় কুমার, অভিমন্যু মিঠুনকেও৷
কার্স্টেন জমানার পর ফ্লেচার-শাস্ত্রীদের সময়ে যে ছবিগুলো ভারতীয় নেট সেশন থেকে হারিয়ে গিয়েছিল, বেঙ্গালুরুতে যেন সেগুলোই ফিরল, কুম্বলের হাত ধরে৷
সাম্প্রতিক অ্যাওয়ে সিরিজগুলিতে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরমেন্স ভাল নয়৷ ভুগিয়েছে ফুটওয়ার্কও৷ সেই ভুল শুধরোতেই নেটে উইকেটকিপিংয়েরও ব্যবস্থা করেন কুম্বলে৷
পাশাপাশি, অভিনব প্র্যাক্টিস শিখর ধবনেরও৷ নেটে এদিন ফাস্ট বোলারদের বিরুদ্ধে চলে তাঁর অনুশীলন৷ কিন্তু, ব্যাট ছাড়া ব্যাটিং! প্র্যাক্টিস করলেন টেনিস বলে৷ শ্যাডো করলেন৷ ব্যাটিংয়ে যাতে কব্জি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাই এই দাওয়াই হেডস্যারের৷
কুম্বলের থেকে অনেক কিছু শেখার আছে, বললেন ওপেনার মুরলী বিজয়৷ নিজের পরিচয় দিলেন কুম্বলে-ভক্ত হিসেবে৷
পুরোদস্তুর প্রস্তুতি৷ ফোকাসে এখন ওয়েস্ট ইন্ডিজ সফর৷ নয়া হেডস্যারের হাতে টিম ইন্ডিয়ার কী বিবর্তন ঘটে, তা জানতেই উদগ্রীব ক্রিকেট-বিশ্ব৷
![কুম্বলে হেডস্যরের জমানায় ফিরল কার্স্টেন ফর্মুলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/30215842/kumble-coach-01-300x225.jpg)
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)