Yashpal Sharma's Death: যশপালের মৃত্যু মানতে পারছি না, প্রতিক্রিয়া কপিলের, শোকাহত মদন লাল, কীর্তি আজাদরাও
1983 World Cup winning team's member Yashpal Sharma died on Tuesday. | আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন যশপাল শর্মা।
নয়াদিল্লি: এখনও মুক্তি পায়নি ১৯৮৩ বিশ্বকাপে ভারতীয় দলের অবিস্মরণীয় জয় নিয়ে তৈরি হওয়া ছবি ‘৮৩’। তার আগেই আজ প্রয়াত হলেন সেই দলের অন্যতম সদস্য যশপাল শর্মা। এই ঘটনায় শোকাহত তাঁর সতীর্থরা।
এবিপি নিউজে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেঁদে ফেলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব। তিনি বলেন, ‘আমি এটা মেনে নিতে পারছি না। তোমাকে ভালবাসি যশ।’
মুম্বইয়ে ছিলেন কপিল। প্রয়াত সতীর্থকে শেষ শ্রদ্ধা জানাতে তিনি দিল্লি যাচ্ছেন।
১৯৮৩-র দলের অলরাউন্ডার কীর্তি আজাদ বলেছেন, ‘আমাদের দল ভেঙে গেল। আমরা দলের মেরুদণ্ড হারালাম। যশপাল শর্মা আমাদের দলের মিডল অর্ডারের মেরুদণ্ড ছিল। ও সহজ-সরল মানুষ ছিল। ও অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ছিল। ও আমাদের মধ্যে সবচেয়ে ফিট ছিল। ও নিয়মিত শরীরচর্চা করত। ও নেই, এটা বিশ্বাস করা কঠিন।’
বিশ্বকাপজয়ী দলের অপর এক অলরাউন্ডার মদন লাল বলেছেন, ‘আমি শোকাহত। আমার এখনও বিশ্বাস হচ্ছে না।’
প্রাক্তন পেসার বলবিন্দর সান্ধু বলেছেন, ‘এই খবর অত্যন্ত মর্মান্তিক। ভাবতেই পারিনি যশপাল এভাবে চলে যাবে। ২৫ জুন আমাদের দেখা হয়েছিল। ওকে সেদিনও দেখে সুস্থ মনে হয়েছিল। ও নিজের মেয়েদের কৃতিত্বের কথা গর্ব করে বলছিল। ও বরং আমার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ও আমাকে ওজন কমাতে বলে। এরকম একজন প্রাণবন্ত মানুষ আর আমাদের মধ্যে নেই। ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী দলের একজন সদস্য আর নেই। এটা আমার কাছে অত্যন্ত বেদনার।’
২৫ জুন গুরুগ্রামে মিলিত হয়েছিলেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরা। তাঁরা একটি বই প্রকাশ করেন। কিন্তু তার কয়েকদিন পরেই প্রয়াত হলেন যশপাল। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। ১৯৭৮ থেকে ১৯৮৫ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেন যশপাল। তাঁর প্রয়াণে সতীর্থদের মতোই শোকাহত ক্রিকেটপ্রেমীরা এবং ক্রিকেটের সঙ্গে যুক্ত কর্তাব্যক্তিরা।