এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
নরসিংহের খাবারে নিষিদ্ধ পদার্থ মিশিয়েছিলেন এক তরুণ কুস্তিগির, দাবি ফেডারেশনের
নয়াদিল্লি: চক্রান্তের শিকারই কি হয়েছেন কুস্তিগির নরসিংহ যাদব? কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ এমনই দাবি করেছেন। তিনি বলেছেন, সোনিপতের সাই কেন্দ্রে নরসিংহের খাবারে নিষিদ্ধ পদার্থ মিশিয়েছিলেন এক তরুণ কুস্তিগির। তাঁকে চিহ্নিত করা হয়েছে। সোনিপতের সাই কেন্দ্রের রাঁধুনি এবং অন্যান্য কর্মীরা অভিযুক্তর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ওই তরুণ অভিযোগ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে।
সাই ও বক্সিং ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণ সুপার হেভিওয়েট বিভাগের আন্তর্জাতিক স্তরের এক কুস্তিগিরের ভাই। তিনি নিজেও দেশের হয়ে জুনিয়র পর্যায়ে ৬৫ কেজি বিভাগের প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। দিল্লিতে অনুশীলন করলেও, এই তরুণ প্রায়ই সোনিপতের সাই কেন্দ্রে যান। সেরকমই একদিন নরসিংহের অনুপস্থিতিতে তাঁর ঘরে ঢুকে খাবারে নিষিদ্ধ পদার্থ মিশিয়ে দিয়েছিলেন। এর আগেও একবার তিনি এই চেষ্টা করেছিলেন। কিন্তু সেবার সফল হননি। এবার চক্রান্ত ‘সফল’। কিন্তু কেন নরসিংহের উপর এই তরুণ কুস্তিগিরের আক্রোশ, তা এখনও স্পষ্ট নয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement