এক্সপ্লোর
Advertisement
টেস্ট ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তনের জন্য স্মিথকে অভিনন্দন সচিনের
অ্যাশেজের দুই ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্মিথ
নয়াদিল্লি: সিরিজ শুরুর আগে থেকে বলা হচ্ছিল, অ্যাশেজ জয়ের দৌড়ে ইংল্যান্ড এগিয়ে। যদিও বার্মিংহ্যামের প্রথম টেস্টে উলটপুরাণ। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের নায়ক স্টিভ স্মিথ। দুই ইনিংসে সেঞ্চুরি করে যিনি কার্যত একা হাতে দলকে জিতিয়েছেন।
টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথের দুরন্ত প্রত্যাবর্তন দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। তিনি স্মিথের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। মাস্টার ব্লাস্টার টুইট করেছেন, 'খুব ভাল খেলেছ স্মিথ। টেস্ট ক্রিকেটে কী দুরন্ত প্রত্যাবর্তন।'
বল হাতে সফল নাথান লায়নকেও অভিনন্দন জানিয়েছেন সচিন। টুইটারে লিখেছেন, 'নাথান লায়নের দুরন্ত বোলিং। প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অভিনন্দন।' কুখ্যাত বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ার পর এই ম্যাচের মধ্য দিয়েই টেস্টেই প্রত্যাবর্তন ঘটালেন স্মিথ। প্রথম ইনিংসে ১৪৪ রান করেছিলেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে করেন ১৪২ রান। অ্যাশেজের দুই ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম অস্ট্রেলীয় ব্যাটসম্যান তিনি।Well played Smith. What a way to make a comeback to Test cricket. Terrific bowling by @NathLyon421. Congratulations to Australia for winning the first Test match.#Ashes pic.twitter.com/qH0aMLvQAN
— Sachin Tendulkar (@sachin_rt) August 5, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement