Novak Djokovic Vaccine Stance: আইনি লড়াইয়ে জয় জকোভিচের, খেলতে পারবেন অস্ট্রেলিয়ান ওপেন
Novak Djokovic Vaccine Stance: এবার আইনি লড়াইয়ে জয় ছিনিয়ে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে শেস হাসি হাসলেন তিনি।
মেলবোর্ন: কোর্টে ফের জয় জোকারের। তবে এটা টেনিস কোর্ট নয়। এবার আইনি লড়াইয়ে জয় ছিনিয়ে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আইনি লড়াইয়ে শেস হাসি হাসলেন তিনি। এদিন মেলবোর্নে জকোভিচের মামলার শুনানি শেষে ফেডারেল বিচারক, সার্বিয়ান তারকাকে অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেন। তাঁর ভিসারও স্বীকৃত করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সার্বিয়ান টেনিস তারকাকে ডিটেনশন ক্যাম্প থেকে ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এর থেকে নিশ্চিত যে, আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন জোকার। উল্লেখ্য, রেকর্ড ৯ বার এই খেতাব জিতেছেন তিনি।
ক্রীড়াবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। করোনার টিকা নেননি তিনি। অস্ট্রেলীয় ওপেন খেলতে আপাতত মেলবোর্নে জোকার। তবে করোনার টিকা না নেওয়ায় তাঁকে বিমানবন্দরে আটক করা হয়। সেই থেকে সার্বিয়া ও অস্ট্রেলিয়া দুই দেশের কূটনৈতিক স্তরেও লড়াইও চলছে।
অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দেওয়ার জন্য মেলবোর্নে পৌঁছলেও, তাঁর ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগে জানিয়েছিলেন, জকোভিচ যদি করোনার ভ্যাকসিন না নেওয়ার জন্য উপযুক্ত কারণ দেখাতে না পারেন, তাহলে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্যুইট করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ''জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। সবাইকেই নিয়ম মানতে হবে। বিশেষ করে আমাদের সীমান্তের ক্ষেত্রে তো নিয়ম মানতেই হবে। কেউই আইনের ঊর্ধ্বে নন। আমাদের দেশেই করোনায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। আমাদের সীমান্ত বিষয়ক নীতির ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা সীমান্তে নজরদারি চালিয়ে যাচ্ছি।'' তবে শেষ পর্যন্ত আদালতে এই লড়াইয়ে জয় পেলেন ২০টি গ্র্যান্ডস্লামের মালিক।