এক্সপ্লোর
দেখুন ঠিক কীভাবে একেবারে ব্যাটের মাঝখান দিয়ে খেলেন কোহলি
1/4

এবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ট্যুইটার পেজে বিরাটের ব্যাটের ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ব্যাটের মাঝখানে বলকে আঘাতের স্পষ্ট চিহ্ন। অর্থাত্, কোহলি প্রত্যেকটা বলই একেবারে মাঝ ব্যাটেই খেলেন। ক্রিকেটের ব্যাকরণ অনুযায়ী, একজন ব্যাটসম্যানের এভাবেই ব্যাটিং করা দরকার। (ছবিগুলি ইন্ডিয়ান ক্রিকেট টিম/টুইটার থেকে নেওয়া)।
2/4

কোহলির এই অপ্রতিহত ব্যাটিং দাপট থামাতে হিমশিম বিপক্ষ দলগুলি। তাঁর এই সাফল্যের কারণ নিয়েও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
Published at : 14 Feb 2017 06:30 PM (IST)
Tags :
Virat KohliView More






















