এক্সপ্লোর
বেঙ্গালুরুর চেয়ে পুনের ক্যাচকেই আগে রাখলেন ঋদ্ধিমান

কলকাতা : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পুনেতে প্রথম ম্যাচে ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা পাখির মতো উড়ে গিয়ে স্টিভ ওকিফির ক্যাচ ধরেছিলেন। এই ক্যাচকে তো কেউ কেউ সুপারম্যানোচিত বলে অভিহিত করেছেন। ঋদ্ধি এ ব্যাপারে বলেছেন যে, এই ক্যাচটা তাঁর কাছে খুবই প্রেরণাদায়ক। কলকাতায় একটি অনুষ্ঠানে ঋদ্ধি বলেছেন, যখন লোকজন সুপারম্যানের সঙ্গে তুলনা করেন, তখন তো ভালোই লাগে। কিন্তু বাস্তব ঘটনা হল, সুপারম্যানের ক্ষমতার যদি ১০ শতাংশও পেতে পারতাম তাহলে তা দারুন হত। এ ধরনের পারফরম্যান্স তিনি বজায় রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ঋদ্ধি। উল্লেখ্য, পুনে টেস্টে উমেশ যাদবের বলে ওকিফির ওই ক্যাচ সকলের প্রশংসা আদায় করে নিয়েছিল। পরে বেঙ্গালুরু টেস্টেও একটি অশ্বিনের বলে অসাধারণ ক্যাচে নিয়ে ম্যাথু ওয়েডকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে দুটির মধ্যে তুলনায় পুনের ক্যাচকেই আগে রাখলেন ঋদ্ধি। তিনি বলেছেন, পুনের ক্যাচে বোলার ছিল উমেশ। পেসারের বলে এ ধরনের ক্যাচ ধরার ক্ষেত্রে সময় একেবারেই কম পাওয়া যায়। ঋদ্ধি বলেছেন, পুনেতে অধিনায়কও বলেছিল ওই ক্যাচটা অসাধারণ। অধিনায়ক কোহলি সহ পুরো দলই ওই ক্যাচ থেকে মুগ্ধ হয়ে গিয়েছিল। উল্লেখ্য, ২০১৪-তে মহেন্দ্র সিংহ ধোনির অবসরের পর টিম ইন্ডিয়ার টেস্ট দলে নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধি। মাঝে চোটের কারমে দল থেকে বাদ যাওয়ার পর উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছিল পার্থিব পটেলকে। তিনিও ব্যাট ও উইকেটের পিছনে দারুন পারফর্ম করেছিলেন। কিন্তু চোট সারার পর নির্বাচকরা ঋদ্ধিকেই দলে ফেরান। ঋদ্ধিমান বলেছেন, পুনে ও বেঙ্গালুরুর মতো স্পিন সহায়ক পিচে অশ্বিন ও জাদেজার মতো স্পিনারদের বলে কিপিং করাটা খুবই চ্যালেঞ্জিং। দেখুন ভিডিওতে
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















