Shewag On Warner: আইপিএলে কোন দলে ওয়ার্নার? মেগা নিলামের আগে ঠিকানা বাতলে দিলেন সহবাগ
Shewag On Warner: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতেই সব অপমান, বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার। নতুন মরসুমে নতুন দলে দেখা যাবে তারকা বাঁহাতি অজি ওপেনারকে।
নয়াদিল্লি: গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ডাগ আউটেও জায়গা হয়নি। স্ট্যান্ড থেকেই খেলা দেখতে হয়েছে দলের। বাঁহাতি অজি ওপেনারের সঙ্গে সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির এমন দুর্বব্যবহার নিয়ে সবাই প্রশ্ন তুলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতেই সব অপমান, বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার। গত মরসুমেই ওয়ার্নার জানিয়ে দিয়েছিলেন যে নতুন মরসুমে আর সানরাইজার্সের হয়ে খেলতে দেখা যাবে না তাঁকে। কিন্তু তাহলে কোন দলে দেখা যাবে তাঁকে। এবার বীরেন্দ্র সহবাগ ওয়ার্নারের নতুন ঠিকানা বাতলে দিলেন।
পরের মরসুম থেকে আইপিএলে আরও ২ টো নতুন দল যুক্ত হতে চলেছে। সেই ফ্র্যাঞ্চাইজিই ওয়ার্নারের জন্য বিড তুলতে পারে বলে মনে করেন সহবাগ। তিনি বলেন, 'আমার মনে হয় যে ২টো নতুন দল আইপিএলে খেলতে চলেছে, সেই দলগুলো ওয়ার্নারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। সেক্ষেত্রে ওরা একজন দুর্দান্ত ওপেনার পেয়ে যাবে, একইসঙ্গে একজন অধিনায়কও পেয়ে যাবে তাঁরা। আমি নিশ্চিত যে নতুন দুটো দলের মধ্যে কোনও একটি দল ওয়ার্নারকে প্লেয়ার ও অধিনায়ক হিসেবে পাওয়ার জন্য ঝাঁপাবে।'
আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের (এখন দিল্লি ক্যাপিটালস) হয়ে একসঙ্গে খেলেছিলেন সহবাগ ও ওয়ার্নার। খুব কাছ থেকে দেখেছেন অজি ওপেনারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ার্নারের দুরন্ত পারফরম্যান্সের প্রশংসা করে নজফগড়ের নবাব আরও বলেন, 'ওয়ার্নার টি-টোয়েন্টি ফর্ম্যাটে আগে খেলা শুরু করেছিল, এরপরই ওয়ান ডে ও টেস্ট খেলেছে। তাছাড়া দেশের হয়ে খেলার আগে আইপিএলে খেলেছে ও। প্রথম থেকেই ও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ওর ব্যাটিংয়ের মাধ্যমে। রানের খিদে সবসময় রয়েছে ওর মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে যা দেখা গিয়েছে ভীষণভাবে। যে কোনও ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করতে মুখিয়ে থাকে ওয়ার্নার।'
বিশের মঞ্চে এই প্রথম বিশ্বসেরা (T20 World Cup)। বিশ্বজয়ের পর দুবাইয়ে উদ্দাম সেলিব্রেশনে মাতলেন অজিরা। শ্যাম্পেনে-বিয়ারে একে-অপরকে স্নান করালেন অস্ট্রেলিয়ার (Australia) ক্রিকেটাররা। তবে এসবের মাঝেও সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই চর্চায় ম্যাথু ওয়েড (Matthew Wade) ও মার্কাস স্টোইনিসের (Marcus Stoinis) আজব এক সেলিব্রেশন। যার পোশাকি নাম 'সুই' সেলিব্রেশন ('Shoey' Celebration)। কী এই সেলিব্রেশন! এক্ষেত্রে মদ্যপানের পাত্র পায়ে পরা জুতো। হঠাৎ করেই পায়ের জুতো খুলে তাতে সুরা ঢেলে পান করাটাই সুই সেলিব্রেশন।
আরও পড়ুন: জয়পুরে পৌঁছল উইলিয়ামসন বাহিনী, কোয়ারেন্টিনে থাকতে হবে না ক্রিকেটারদের