IPL 2023: বিরাটের ঘরের মাঠে 'ধোনি ধোনি' শব্দব্রহ্ম...কী বললেন অনুষ্কা?
Anushka On Dhoni: আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই আরসিবির ভিআইপি বক্সে দেখা গিয়েছে বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট পত্নী স্ট্যান্ড থেকে বারবার উদ্বুদ্ধ করে গিয়েছেন বিরাট ও তাঁর গোটা দলকে।
বেঙ্গালুরু: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় তিন বছর হয়ে গেল। শুধুমাত্র আইপিএল খেলেন। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তায় কোনও ছেদ পড়েনি। দেশের যে কোনও মাঠেই যান তিনি, ক্যামেরার লেন্স থেকে সমর্থকদের অগুন্তি চোখ খুঁজে বেরায় তাঁকে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নেমেছিল সিএসকে। বিরাট কোহলির ঘরের মাঠে। কিন্তু গোটা মাঠজুড়ে প্রায়ই শোনা গেল ধোনি ধোনি শব্দব্রহ্ম। উল্টোদিকে বিরাট কোহলির মত তারকা থাকা সত্ত্বেও ধোনির জনপ্রিয়তার কাছে যে তিনি এখনও কয়েক যোজন দূরে, তা আরো একবার প্রমাণ হয়ে গেল। এদিকে এই নিয়ে মুখ খুললে বিরাট জায়া অনুষ্কা শর্মাও।
কী বললেন অনুষ্কা শর্মা?
আইপিএলের প্রায় প্রতিটি ম্যাচেই আরসিবির ভিআইপি বক্সে দেখা গিয়েছে বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট পত্নী স্ট্যান্ড থেকে বারবার উদ্বুদ্ধ করে গিয়েছেন বিরাট ও তাঁর গোটা দলকে। চোখের সামনে গতকাল দেখেছেন ধোনিকে নিয়ে বেঙ্গালুরুর মানুষের জনপ্রিয়তা। ধোনি ব্যাট হাতে যখন গতকাল নামছিলেন, তখন গোটা স্টেডিয়াম ধোনি..ধোনি করে চিৎকার করে ওঠেন। সেই সময় আরসিবি অফিশিয়ালদের সঙ্গে দাঁড়িয়েছিলেন অনুষ্কা। ক্যামেরা তাঁর দিকে ফোকাস করতেই দেখা যায় বলি তারকা বলছেন, ''তাঁর ধোনিকে অসম্ভব ভালবাসেন।''