এক্সপ্লোর
কানহা অভয়ারণ্যে ধোনির ক্যামেরায় বন্দি ডোরাকাটা, ‘বাঘের ছবি তুললেন বাঘ!’ সোশ্যাল মিডিয়ায় প্রশংসা অনুরাগীদের
গত মাসে মধ্যপ্রদেশের কানহা অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন ধোনি।
নয়াদিল্লি: বেশ কিছুদিন মাঠের বাইরে থাকলেও, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জনপ্রিয়তা এতটুকু কমেনি। অনুরাগীদের কাছে তিনি আগের মতোই নায়ক। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার সংখ্যা ঈর্ষণীয়। ইনস্টাগ্রামে একটি পোস্ট ঘিরে অনুরাগীদের উন্মাদনায় ফের সেটা বোঝা গেল।
গত মাসে মধ্যপ্রদেশের কানহা অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন ধোনি। সেখানে তিনি বাঘের ছবি তোলেন। ইনস্টগ্রামে সেই ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি দেখে তাঁর অনুরাগীরা আপ্লুত। একজন লিখেছেন, ‘বাঘ নিজেই বাঘের ছবি তুলেছেন।’ অন্য একজনের মন্তব্য, ‘বাঘ দেখলেন বাঘ।’ কেউ কেউ আবার ধোনিকে সিংহ বলে উল্লেখ করেছেন। এই পোস্ট ‘লাইক’ করেছেন প্রায় ২১ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী।
গত বছর বিশ্বকাপ সেমি-ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেলনি ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে জল্পনা চলছে। গত মাসে বিসিসিআই-এর বার্ষিক চুক্তি থেকে তিনি বাদ পড়ায় অবসরের জল্পনা চলছে। ক্রিকেটপ্রেমীরা অবশ্য সেই জল্পনায় কান না দিয়ে তাঁদের প্রিয় ‘মাহি’-কে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখার অপেক্ষায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement