উল্টে গিয়ে ছিটকে পড়ল গাড়ি, অল্পের জন্য জোর রক্ষা টাইগার উডসের, ভর্তি হাসপাতালে
কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে,উডসের গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে যন্ত্র ব্যবহার করে উডসকে বের করে আনা হয়।
লস অ্যাঞ্জেলেস: পথ দুর্ঘটনায় অল্পের জন্য জোর রক্ষা পেলেন বিশ্বখ্যাত গল্ফ খেলোয়াড় টাইগার উডস। তাঁর পায়ে একাধিক আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিপন্মুক্ত বলে জানা গেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে একটি আবাসিক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গল্ফারের গাড়ি। এতে তার পায়ে একাধিক গুরুতর চোট লেগেছে। লস অ্যাঞ্জলেস কাউন্টি শেরিফ বিভাগ মঙ্গলবার দুপুর দুটোয় এই দুর্ঘটনা সম্পর্কে তথ্য জানিয়ে বলেছে, টাইগার উডসকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়।
কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে,উডসের গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে যন্ত্র ব্যবহার করে উডসকে বের করে আনা হয়।
শেরিফ বিভাগ আরও জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া সাতটা নাগাদ ব্ল্যাকহর্স রোডে হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। উডসের গাড়ি রোলিং হিলস এস্টেটস ও রাঞ্চোস পালোস ভারডেসের সীমানায় উডসের গাড়ি পিছলে গিয়ে উল্টে যায়। ওই সময় গাড়িতে একাই ছিলেন উডস।
শেরিফ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার ব্যাপারে এখনও তদন্ত চলছে।
ঘটনার যে ছবি সামনে এসেছে, তাতে উডসের গাড়ি রাস্তার পাশে ঢালে ছিটকে পড়ে যায়।
৪৫ বছরের উডস প্যাসিফিক পালিসেডসের রিভিয়েরা কান্ট্রি ক্লাবে তাঁর বার্ষিক জেনেসিস ইনভাইটেশনাল গল্ফ টুর্নামেন্টের জন্য এখানে ছিলেন। চলতি সপ্তাহের গোড়াতেই উডস ঘোষণা করেছিলেন যে, সম্প্রতি তাঁর পিঠে অস্ত্রোপচার হয়েছে। এর জন্য জর্জিয়ার অগাস্টায় আসন্ন মাস্টার্স টুর্নামেন্টে যোগ নাও দিতে পারেন তিনি।
এই নিয়ে তৃতীয়বার গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে হল উডসকে। এরমধ্যে সবচেয়ে বিপজ্জনক ছিল ২০০৯-এর দুর্ঘটনা। ওই সময় তাঁর এসইউভি একটি ফায়ার হাইড্রান্টের ওপর দিয়ে গিয়ে একটি গাছে ধাক্কা মেরেছিল।