WTC Final: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! শ্রীলঙ্কাকে হুঁশিয়ারি উইলিয়ামসনের
ICC: নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে শ্রীলঙ্কার।
ক্রাইস্টচার্চ: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ (NZ vs SL)। তার আগে আত্মবিশ্বাসে টগবগ করছে নিউজিল্যান্ড শিবির। সদ্য রুদ্ধশ্বাস টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছে কিউয়ি শিবির। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ আলাদা তাৎপর্য বহন করছে। কারণ, এই সিরিজের ওপর নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা হবে।
নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে সিরিজ হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে শ্রীলঙ্কার। সেক্ষেত্রে বিদায় নিতে হতে পারে ভারতকে। আর শ্রীলঙ্কার কাজকে দুর্গম করে তুলতে বদ্ধপরিকর কিউয়িরা। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, 'টেস্ট ক্রিকেট নিয়ে এত মানুষ কথাবার্তা বলছে দেখে ভাল লাগছে। বেসিন রিজার্ভ পাঁচ দিন ভরিয়ে তুলেছিলেন ক্রিকেটপ্রেমীরা যেটা দেখাটা ছিল ভীষণ আনন্দের।'
উইলিয়ামসন যোগ করেছেন, 'আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছি। তবে শ্রীলঙ্কার কাজটা সহজ হবে না। পরের দুই সপ্তাহে কড়া পরীক্ষার মুখে পড়তে হবে ওদের।'
বিরক্ত গাওস্কর
ভারতে বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) ট্রফি শুরুর আগে থেকেই পিচ নিয়ে বিতর্ক শুরু করে অস্ট্রেলিয়া। নাগপুরের পিচ দেখে ক্ষোভ প্রকাশ করে তারা। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ও অনেক প্রাক্তন ক্রিকেটার নাগপুরের পিচকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। তারপর দ্বিতীয় টেস্টে দিল্লিতে এই বিতর্ক কিছুটা স্থগিত হলেও ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়।
ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর মনে করেন, ক্রিকেটারদের দোষ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকমন্ডলীর ব্যর্থতা দেখা উচিত। অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন সানি। তিনি বলেছেন, ‘অনেক প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার বর্তমান দলের ক্রিকেটারদের সমালোচনা করছে। তবে আমার মনে হয়, অস্ট্রেলিয়ার নির্বাচকদের সমালোচনা করা উচিত। তারা কী করে এমন ক্রিকেটারদের নির্বাচন করেছে, যারা প্রথম দুই টেস্ট ম্যাচের জন্য প্রথম একাদশে জায়গা পাবে না। প্রায় অর্ধেক সিরিজ ধরে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট ১৩ জনের মধ্যে থেকে প্রথম একাদশ বেছে নিতে বাধ্য হতে হয়েছে।’