Tokyo Olympic, Day 3 Preview: অলিম্পিক্সের তৃতীয় দিনে শ্যুটিংয়ে পদকের আশা, রবিবার নামছেন মেরি, সিন্ধুও
টোকিও অলিম্পিক্সের তৃতীয় দিনে শুটিংয়ে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিক্সে নামছেন মানু ভাকের। এছাড়াও রবিবার অলিম্পিক্স লড়াই শুরু করতে চলেছেন পিভি সিন্ধু ও মেরি কম।
টোকিও: টোকিও অলিম্পিক্সের দ্বিতীয় দিনে ভারোত্তোলনে পদক এসেছে। টেবিল টেনিসে সিঙ্গলসে জয় পেয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও মনিকা বাত্রা। কিন্তু শ্যুটিংয়ে ব্যর্থ হতে হয়েছে ভারতকে। সৌরভ চৌধুরী হতাশ করেছেন। কিন্তু তৃতীয় দিনে আগামীকাল রবিবার শুটিংয়ে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিক্সে নামছেন মানু ভাকের। এছাড়াও এদিন অলিম্পিক্স লড়াই শুরু করতে চলেছেন পিভি সিন্ধু ও মেরি কম।
অলিম্পিক্সের তৃতীয় দিনের শুরু থেকেই পদক জয়ের আশা রাখছেন ভারতীয় অ্যাথলিটরা। রবিবার ভোর ৫.৩০টায় মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছেন মানু ভাকের ও যশস্বিনী সিংহ দেশোয়াল। এরপর সকাল ৭.৪৫ এ ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল। মানু ভাকেরকে নিয়েই যাবতীয় আশা। এখনও পর্যন্ত শ্যুটিংয়ে ৯ বার সোনা জিতেছেন মানু। এমনকী কমনওয়েলথ গেমসের সঙ্গে সঙ্গে যুব অলিম্পিক্সেও সোনা জিতেছেন এই তরুণী। এই একই ইভেন্টে নামবেন যশস্বিনী সিংহ দেশোয়ালও। যার ঝুলিতে বিশ্বকাপে ২টো সোনা রয়েছে।
শুধু মহিলা বিভাগেই নয়। রবিবার সকালে পুরুষদের শ্যুটিংয়েও ১০ মিটার এয়ার রাইফেল পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবেন দীপক কুমার ও দিব্যাংশ সিংহ পানোয়ার। দিব্যাংশ মাত্র ১৮ বছরের। তিনিই টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতের সবচেয়ে কমবয়সি অ্যাথলিট। এরপরই এই দিনে রয়েছে বক্সিংয়েও বড় ম্যাচ। সকাল ৭.৩০ এ মহিলাদের ফ্লাইওয়েট প্রথম রাউন্ডে খেলতে নামবেন কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম। সকালে গ্রুপ লিগে নিজের প্রথম ম্যাচ খেলার জন্য নামবেন গত অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। হকিতে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে ভারত। এদিন দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন মনপ্রীতরা।
টেবিল টেনিসে ভারতের পুরুষ ও মহিলাদের দ্বিতীয় রাউন্ড রয়েছে রবিবার। খেলতে নামবেন জি সাথিয়ান, শরথ কমল, মণিকা বাত্রা ও বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়। অন্যদিকে টেনিসে মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ডে খেলতে নামবেন সানিয়া মির্জা- অঙ্কিতা রায়না জুটি। বাংলার আরও এক মেয়ে এদিন নামতে চলেছেন টোকিওয়। আর্টিস্টিক জিমন্যাস্টিকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এদিন খেলতে নামবেন বাংলার প্রণতি নায়েক। সাঁতারে ভারতের সজ্জন প্রকাশ ও শ্রীহরি নটরাজ নামবেন রবিবার।