Tokyo Olympic, Women's Hockey: হকিতে দুরন্ত জয় ভারতীয় মহিলা দলের, আয়ারল্যান্ডকে হারাল ১-০ ব্যবধানে
তিরন্দাজি, বক্সিংয়ের পর এবার হকি। গ্রুপ স্টেজে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। ১-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাস্ত করলেন ভারতীয় মহিলারা।
টোকিও : টোকিও অলিম্পিক্সে আজ একের পর এক সাফল্য ভারতের ঝুলিতে। তিরন্দাজি, বক্সিংয়ের পর এবার হকি। গ্রুপ স্টেজে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা হকি দল। ১-০ ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাস্ত করলেন ভারতীয় মহিলারা।
এই জয়ের হাত ধরে মহিলা হকিতে ভারতের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রইল। এর আগে গ্রুপ স্টেজের প্রথম তিনটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় রানি রামপাল নেতৃত্বাধীন ভারতীয় হকি দলকে। এই পরিস্থিতিতে আজ ময়দানে নামে ভারতীয় মেয়েরা। প্রথম কোয়ার্টার গোল শূন্য থাকে। সেকেন্ড কোয়ার্টারেও ছিল একই চিত্র। স্বাভাবিকভাবে থার্ড কোয়ার্টারে চাপের মুখে ছিল রানি রামপাল নেতৃত্বাধীন দল। যদিও তৃতীয় কোয়ার্টারও গোলশূন্য থেকে যায়। শেষমেশ ডেডলক ভাঙতে সক্ষম হন নভনীত কৌর। ১-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা হকি দল।
এদিকে আজই অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন বক্সার লভলিনা বোর্গোহাইন। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে ৬৯-৭৫ কেজি ক্যাটেগরিতে ৪-১ ব্যবধানে হারান তিনি। এর সাথে সাথে অলিম্পিক্সে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন লভলিন। উঠে যান সেমিফাইনালে। সঙ্গে সঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদক নিশ্চিত করলেন। উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর বক্সিংয়ে অলিম্পিক্স পদক লভলিনার। লভলিনের জয়ের পর ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । তিনি লেখেন, সেমিফাইনালে পৌঁছেছেন লভলিনা। সাবাস লভলিনা বোর্গোহাইন ! ভারতের পক্ষে দারুণ খবর। তোমাকে টিভিতে দেখে আনন্দিত হয়ে উঠলাম।
আজই টোকিও অলিম্পিক্সে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা। এই জয়ের পর পরের ম্যাচে দীপিকার প্রতিপক্ষ হতে পারেন দক্ষিণ কোরিয়ার সান আন অথবা জাপানের রেন হায়াকাওয়া।