Tokyo Olympics Updates: টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ার ব্যাপারে আশাবাদী শিভপাল সিং
টোকিও অলিম্পিক্সে ভালো পারফর্ম্যান্স করার ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রীড়াবিদ শিভপাল সিং। লক্ষ্যমাত্রা স্থির করেছেন দ্যুতি চাঁদ।
নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে ভালো পারফর্ম্যান্স করার ব্যাপারে আশাবাদী ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতীয় ক্রীড়াবিদ শিভপাল সিং। জ্যাভলিনে নীরজ চোপড়ার সঙ্গে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন টোকিওতে শিভপাল। দেশের জন্য পদক আনতে পারবেন বলেই আশা রাখেন শিভপাল।
দক্ষিণ আফ্রিকায় জ্যাভিলনে ৮৫.৪৭ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন শিভপাল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘৮৫ মিটার জ্যাভলিন থ্রো’তে পদক এসেছিল। আমি ও নীরজ আশাবাদী এবার দেশের জার্সিতে টোকিও থেকে নিশ্চিত পদক আনতে পারব আমরা।’
অন্যদিকে ফেন্সিংয়ে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে যোগ্যতা অর্জন করা ক্রীড়াবিদ বাভানি দেবী বলেন, ‘অনেককেই বলতে শুনেছি যে এই খেলায় কোনও ভবিষ্যৎ নেই। অনেকেই এই খেলাটা নিয়ে কোনও আশা রাখে না। কিন্তু আমার পরিবার আমাকে সবসময় সমর্থন করেছে। আমি টোকিও থেকে দেশের জন্য পদক জিততে সবরকমভাবে চেষ্টা করব।’ অলিম্পিকের যোগ্যতা অর্জন করার পর নিজেকেই বিশ্বাস করতে পারছিলেন না বাভানি দেবী। আপাতত ইটালিতে প্রস্ততি সারছেন বাভানি দেবী।
ভারতের তারকা মহিলা স্প্রিন্টার দ্যুতি চাঁদও আশা রাখছেন যে অলিম্পিকের মঞ্চ থেকে তিনি সোনার পদক নিয়ে আসতে পারবেন। টোকিওতে দ্যুতির লক্ষ্যমাত্রা ১১.১০ সেকেন্ড। আর আগেও দেশকে পদক এনে দিয়েছেন দ্যুতি। এশিয়ান গেমসে রূপোর পদক জিতেছেন দ্যুতি। আসন্ন অলিম্পিকে সেমিতে খেলতে চান দ্যুতি। এর আগেও বারবার অলিম্পিক পদক জয়ের স্বপ্ন যে তিনি দেখেন, তা জানিয়েছিলেন দ্যুতি।
স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত কোনও অ্যাথলিটই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে অলিম্পিকে পদক এনে দিতে পারেননি। মিলখা সিং ও পি টি উষা একমাত্র ২ জন অ্যাথলিট যাঁরা অলিম্পিকে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। এবার যদি জ্যাভলিন থ্রো ইভেন্টে যদি পদক জিততে পারেন কেউ,তবে তা দেশের ক্রীড়া জগতের জন্য ইতিহাস হবে।
এর আগে রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পিভি সিন্ধুকে। ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতের এই তারকা শাটলারকে। টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে আগামী ২৩ জুলাই। টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ৮ অগাস্ট।