Tokyo Olympics 2020 Live: টোকিও অলিম্পিক্সে ইতিহাস নীরজ চোপড়ার
Tokyo Olympics: বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর এবার সোনা পেলেন নীরজ চোপড়া।
LIVE
Background
ভারতীয় পুরুষ দল ৪১ বছরের খরা কাটিয়ে ব্রোঞ্জ পদক জিতলেও শুক্রবার সকালে তৃতীয় স্থান নির্ধারক তথা ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। ঐতিহাসিক পদকজয়ের ম্যাচে হারলেও রানিদের পারফরম্যান্স ভারতীয়দের মনে 'রাজ' করছে।
আশা জাগিয়েও টোকিও অলিম্পিক্সে কুস্তির ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের ফাইনালে উঠতে পারেননি বজরং পুনিয়াও। আজ ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.১৫ মিনিটে অবশ্য এবারের অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে দ্বিতীয় পদক জেতানোর লক্ষ্যে নামবেন তিনি। ব্রোঞ্জ পদক জয়ের যে ম্যাচে বজরং-এর প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
এদিকে, শনিবার বিকেল ৫ টায় অলিম্পিক্সে ফুটবলের ফাইনাল। সোনা জেতার লড়াইয়ে যে ম্যাচে সম্মুখসমরে নামছে ব্রাজিল ও স্পেন। ভারতীয় সময় ভোর সাড়ে ৩ টেয় মহিলাদের ম্যারাথনের ফাইনাল। পাশাপাশি বিকেল সাড়ে ৫ টায় ফ্রান্স ও ডেনমার্কের মধ্যে হ্যান্ডবলের ফাইনাল।
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ভলিবলের সোনা জয়ের লড়াই ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। বেলা সাড়ে ১১ টাতে হবে পুরুষদের ডাইভিংয়ের ১০ মিটার প্ল্যাটফর্মের ফাইনাল।
Tokyo Olympics 2020 Live : পুরুষদের ফুটবলে সোনা ব্রাজিলের
স্পেনকে ২-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে সোনা জিতল ব্রাজিল। ২০১৬ সালে রিও অলিম্পিক্সের পর ফের সোনা জিতল ব্রাজিল।
Tokyo Olympics 2020 Live Updates: নীরজের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী
নীরজ চোপড়ার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নীরজকে অভিনন্দন জানান।
Tokyo Olympics 2020 Live : অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে স্বাধীন ভারতের প্রথম সোনা
অলিম্পিকের ইতিহাসে অ্যাথলেটিক্সে স্বাধীন ভারতের প্রথম সোনা। নীরজের হাত ধরে জ্যাভলিনে কোটি কোটি দেশবাসীর স্বপ্নপূরণ।
Tokyo Olympics 2020 Live Updates: নীরজ চোপড়াকে অভিনন্দন অভিনব বিন্দ্রার
টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর অভিনব বিন্দ্রার কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন নীরজ চোপড়া। এতদিন অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে দেশের একমাত্র সোনাজয়ী ছিলেন অভিনব। আজ তাঁর সঙ্গে একাসনে বসে পড়লেন নীরজ।
Tokyo Olympics 2020 Live : গর্বের মুহূর্ত, বললেন নীরজ
‘অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ও দেশের জন্য গর্বের মুহূর্ত,’ টোকিও অলিম্পিক্সে সোনা জেতার পর প্রতিক্রিয়া নীরজ চোপড়ার।