Tokyo Olympics 2020: মেরি কম অনুপ্রেরণা, মহম্মদ আলির ফুটওয়ার্ক অনুসরণ করি : লভলিনা বোর্গোহাইন
আজই অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন তিনি। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী নিয়েন চিন চেনকে হারিয়ে। তার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন বক্সার লভলিনা বোর্গোহাইন।
টোকিও : আজই অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেছেন তিনি। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী নিয়েন চিন চেনকে হারিয়ে। তার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন বক্সার লভলিনা বোর্গোহাইন। ম্যাচ শেষে দুই কিংবদন্তির কথা উল্লেখ করলেন লভলিনা। এঁদের কাছ থেকে তিনি ফুটওয়ার্ক, অনুপ্রেরণা নিয়েছিনে বলে জানান।
লভলিনা বলেন, আমি মহম্মদ আলির ফুটওয়ার্ক ও লং পাঞ্চ অনুসরণ করি। বক্সিংয়ে আসার পর থেকে মেরি কমের নাম শুনে আসছি। দারুণ লাগছে যে উনি এখানে আমাদের সঙ্গে আছেন। উনি প্রচুর পরিশ্রম করেছেন। ওঁর থেকে অনুপ্রেরণা নিই।
সাফল্যের রসায়নও তুলে ধরলেন লভলিনা। বললেন, চাপ সবসময়ই থাকবে। কিন্তু, এবার আর চাপ নিয়ে খেলতে চাইনি। কারণ, সেটা খেলায় প্রভাব ফেলে। আমি জানি যে, গোটা দেশ আমার জন্য প্রার্থনা করছিল। তাই সেরাটা দেওয়া দরকার ছিল। তবে, এখনই আপনাদের ধন্যবাদ জানাতে পারব না। ফাইনালের পর সবাইকে ধন্যবাদ জানাব।
আজ লভলিনা চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী নিয়েন চিন চেনকে ৬৯-৭৫ কেজি ক্যাটেগরিতে ৪-১ ব্যবধানে হারান। এর সাথে সাথে অলিম্পিক্সে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন তিনি। উঠে যান সেমিফাইনালে। সঙ্গে সঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদক নিশ্চিত করলেন।
আজ খেলা শুরুর প্রথম রাউন্ডেই এগিয়ে যান অসমের লভলিন। ফল হয় ৩-২। এর জেরে চাপে পড়ে যান তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। ভাল ফুটওয়ার্কের জেরে দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধ করেন নিয়েন চিনের পাঞ্চ। তৃতীয় রাউন্ডেও ধারাবহিকতা ধরে রাখেন লভলিন। উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর অলিম্পিক্স পদক লভলিনার।
লভলিনের জয়ের পর ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । তিনি লেখেন, সেমিফাইনালে পৌঁছেছেন লভলিনা। সাবাস লভলিনা বোর্গোহাইন ! ভারতের পক্ষে দারুণ খবর। তোমাকে টিভিতে দেখে আনন্দিত হয়ে উঠলাম।
লভলিনার জয়ের পর তাঁকে উচ্ছ্বসিত প্রশংসাও করেন বিএফআই সভাপতি অজয় সিংহ।