Tokyo Olympics 2020: অলিম্পিক্স শুরুর আগেই উদ্বেগ, টোকিও পৌঁছেই করোনা আক্রান্ত সার্বিয়ার রোয়ার
অলিম্পিক্সে খেলতে আসা সার্বিয়ান রোয়িং দলের এক অ্যাথলিট করোনা আক্রান্ত হয়েছেন। জাপানে পৌঁছোনোর পরই তিনি করোনা আক্রান্ত হন বলে জানা গিয়েছে।
টোকিও: টোকিও অলিম্পিক্স শুরুর আগে ফের একবার করোনার থাবা। অলিম্পিক্সে অংশ নিতে আসা সার্বিয়ান রোয়িং দলের এক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। জাপানে পৌঁছোনোর পরই তিনি করোনা আক্রান্ত হন বলে জানা গিয়েছে। টুর্নামেন্ট শুরুর ৩ সপ্তাহ আগে এই খবরে বেশ উদ্বেগ ছড়িয়েছে। রবিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।
করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই বিমানে উঠেছিলেন সেই অ্যাথলিট। কিন্তু টোকিও পৌঁছোনোর পর হানেদা বিমানবন্দরে ফের করোনা পরীক্ষা করা হলে সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত অ্যাথলিটকে এই মুহূর্তে আইসোলেশনে রাখা হয়েছে। দলের বাকি ৪ জন, যারা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তাঁদের প্রত্যেককে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আলাদা আলাদা করে রাখা হয়েছে।
সূত্রের খবর, রোয়িং দলটি একটি প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে যাচ্ছিল। কিন্তু আচমকা এই খবরে চাপ বেড়েছে। আদৌ সেই শিবির এখন আয়োজন করা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিনিয়ত যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তাতে চাপ বাড়ছে উদ্যোক্তাদেরও। গত মাসেই উগান্ডার ২ প্রতিযোগীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। মাস ঘুরতে না ঘুরতে ফের একই ঘটনা হল। এই পরিস্থিতিতে গেমস ভিলেজে থাকা বাকি ক্রীড়াবিদদের সুরক্ষাও এখন প্রশ্নচিহ্নের মধ্যে।
জাপানে করোনার বাড়বাড়ন্ত এতটাই ছিল, তার জন্য গত বছর অলিম্পিক্স স্থগিত করে দেওয়া হয়। এরপর এই বছর সেই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও একের পর এক বিতর্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে এত বড় টুর্নামেন্ট আয়োজন ঘিরে। এর আগে অলিম্পিক্সে বিদেশের দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু দেশের দর্শকদের ক্ষেত্রে কিছুটা সুর নরম করেছিল আয়োজক কমিটি। তবে এখন অলিম্পিক্সে অংশ নিতে আসা একের পর এক দলের প্রতিযোগী করোনা আক্রান্ত হওয়ায় মাথাব্যথা কিন্তু বাড়ছে তাঁদের।
সূচি অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে টোকিও অলিম্পিক্স শুরু হওয়ার কথা। টুর্নামেন্ট শেষ হওয়ার কথা আগামী ৮ অগাস্ট।