Krishna Nagar wins Gold: প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের, ব্যাডমিন্টনে সোনার পদক জয় কৃষ্ণা নাগরের
ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণা নাগর। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে পঞ্চম সোনার পদক জিতল ভারত
টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয় অব্যাহত। ব্যাডমিন্টনে সোনা জিতলেন কৃষ্ণা নাগর। ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে হংকংয়ের প্রতিপক্ষর বিরুদ্ধে ২১-১৭, ১৬-২১, ২১-১৭ ফলে বাজিমাত করলেন তিনি। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে পঞ্চম সোনার পদক জিতল ভারত। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৯টি পদকজয় ভারতের।
চলতি প্যারালিম্পিক্সের শেষদিনে আজ দেশকে প্রথম সাফল্য এনে দিয়েছিলেন উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধনগরের জেলাশাসক সুহাস এল ইয়েথিরাজ। ব্যাডমিন্টনেই পুরুষদের সিঙ্গলস এসএল ৪ ইভেন্টে রুপোর পদক জেতেন তিনি। এরপরই এল কৃষ্ণা নাগরের সোনার সাফল্য।
ফাইনালে এদিন শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেন কৃষ্ণা নাগর। তিন গেমের কড়া টক্করে ২১-১৭, ১৬-২১ ও ২১-১৭ তে প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। সেইসঙ্গে সোনার সাফল্য পেয়ে যান তিনি। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে জোড়া সোনার পদক জয় ভারতের। এর আগে প্রমোদ গগন পুরুষদের সিঙ্গলসে এসএল৩ সোনার পদক জিতেছিলেন।
সেমিফাইনালে গ্রেট ব্রিটেনের ক্রিস্টেন কুম্বসকে হারিয়েছিলেন তিনি। সোনার পদকের ম্যাচে কৃষ্ণা নাগরকেই ফেভারিট মনে করা হচ্ছিল। তাঁর ওপর যে প্রত্যাশা ছিল, তা পূরণ করলেন কৃষ্ণা নাগরকে। দেশকে এনে দিলেন নয়া গৌরব। ম্যাচের প্রথম গেমে দারুণভাবে শুরু করেছিলেন তিনি। যদিও হংকংয়ের প্রতিদ্বন্দ্বী কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। একটা সময় ১১-১৬ তে পিছিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে ১৫-১৭ স্কোর করেন। এরপর লাগাতার ছয় পয়েন্ট জিতে ২১-১৭ তে প্রথম গেম জেতেন তিনি। সেইসঙ্গে এগিয়ে যান ১-০ তে।
দ্বিতীয় গেমেও কড়া টক্কর দেখা যায়। কৃষ্ণা নাগরের প্রতিদ্বন্দ্বীর প্রত্যাবর্তন ঘটে দ্বিতীয় গেমে। ৭-১১ তে এগিয়ে যান তিনি। কৃষ্ণা নাগর কিন্তু লড়াই ছাড়েননি। স্কোর ১৩-১৭ পর্যন্ত নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত হংকংয়ের প্রতিদ্বন্দ্বী ওই গেম ১৬-২১ জিতে ফলাফল ১-১ করেন। কিন্তু তৃতীয় গেমে কৃষ্ণা নাগরের সামনে আর দাঁড়াতে পারেননি তাঁর প্রতিপক্ষ।