Sports Highlight: হাইজাম্প, স্কোয়াশে ব্রোঞ্জ জয়, কমনওয়েলথে সপ্তম দিনে ভারতের সাফল্যের খতিয়ান
Top Sports Highlights: জাতীয় রেকর্ডের অধিকারী তেজস্বীন শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ। জাতীয় রেকর্ডের অধিকারী শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন।
![Sports Highlight: হাইজাম্প, স্কোয়াশে ব্রোঞ্জ জয়, কমনওয়েলথে সপ্তম দিনে ভারতের সাফল্যের খতিয়ান top highlights know latest updates of teams players matches and other highlight 4 august 2022 Sports Highlight: হাইজাম্প, স্কোয়াশে ব্রোঞ্জ জয়, কমনওয়েলথে সপ্তম দিনে ভারতের সাফল্যের খতিয়ান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/1b38cd12c734b94829a37fb91279a8181659640548_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে স্কোয়াশে ও হাইজাম্পে পদক জিতল ভারত। স্কোয়াশে ৩৫ বছর বয়সে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। অন্যদিকে হাইজাম্পে ব্রোঞ্জ জিতলেন তেজস্বীন শঙ্কর। দেখে নিন ৪ অগাস্ট সারাদিনে কমনওয়েলথে ভারতের সাফল্যের খতিয়ান -
হাইজাম্পে ব্রোঞ্জ
জাতীয় রেকর্ডের অধিকারী তেজস্বীন শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ। জাতীয় রেকর্ডের অধিকারী শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ। বাহামার ডোনাল্ড থমাস ও ইংল্যান্ডের জোয়েল ক্লার্ক খানও ২.২২ মিটার লাফিয়েছিলেন। কিন্তু শঙ্কর একবারের প্রচেষ্টাতেই ২.২২ মিটার লাফিয়েছিলেন বলে তিনিই তৃতীয় হন। বাকি দুই অ্যাথলিট একাধিকবারের প্রচেষ্টায় ওই উচ্চতা স্পর্শ করেন।
সেমিতে স্মৃতিরা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ-গ্রুপের প্রথম ম্যাচে জয়ের সুবর্ণ সুযোগ ছিল ভারতের সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতরা। পরের ম্যাচে পাকিস্তানকে কার্যত একতরফাভাবে উড়িয়ে দেয় ভারতের মহিলা ক্রিকেট দল। বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় মরণ-বাঁচন লড়াই। বার্বাডোজকে উড়িয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেন হরমনপ্রীতরা।
হিমা ফাইনালে
২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন হিমা দাস। হিমা ২০০ মিটার সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। হিট টু-তে অংশ নিয়ে তিনি শীর্ষস্থানে থেকে শেষ করেন দৌড়। হিমা সময় নিয়েছিলেন ২৩.৪২ সেকেন্ড।
সিন্ধু পরের রাউন্ডে
মালদ্বীপের নাবাহা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে ২১-৪, ২১-১১ জয়ের মাধ্যমে নিজের মহিলাদের সিঙ্গলসের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু।
৩৫ বছর বয়সে ইতিহাস গড়লেন। ৯ ম্যাচের ৮টিতে হেরেছিলেন যাঁর কাছে, তাঁকে হারিয়েই স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল।
সেমিতে ভাবিনা
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্যারা ইভেন্টে টেবিল টেনিসে নিজের তৃতীয় গ্রুপ ওয়ান সিঙ্গলসে ম্যাচে ফিজির আকানিসি লাতুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা। ম্যাচে ভাবিনা জয় পেয়েছে ১১-১, ১১-৫, ১১-২ ব্যবধানে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছেন ভাবিনা।
সেমিতে অমিত
পুরুষদের ৫১ কেজির কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের লেনন মুলিগানের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে ৫-০ ব্যবধানে জয় পেয়ে সেমিতে উঠে গেলেন অমিত।
কমনওয়েলথ গেমসে হকিতে দুরন্ত জয় ভারতের। ওয়েলসের বিরুদ্ধে পুল বি-র ম্যাচে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল। হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিংহ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)