Sports HIghlights: সিঙ্গাপুর ওপেনের শেষ আটে সিন্ধু, মেহুলির রুপো, খেলার দুনিয়ার সারাদিনের সব খবর
Top Sports News: সিঙ্গাপুর ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু। শ্যুটিং বিশ্বকাপে দলগত ইভেন্টে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল মেহুলি ঘোষকে। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
![Sports HIghlights: সিঙ্গাপুর ওপেনের শেষ আটে সিন্ধু, মেহুলির রুপো, খেলার দুনিয়ার সারাদিনের সব খবর top sports highlights know latest updates of teams players matches and other highlight 14 july 2022 Sports HIghlights: সিঙ্গাপুর ওপেনের শেষ আটে সিন্ধু, মেহুলির রুপো, খেলার দুনিয়ার সারাদিনের সব খবর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/15/134839bba25b249e448669ffbddea4c21657824740_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সিঙ্গাপুর ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু। শ্যুটিং বিশ্বকাপে দলগত ইভেন্টে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল মেহুলি ঘোষকে। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।
শেষ আটে সিন্ধু
সিঙ্গাপুর ওপেনে (Singapore Open Super 500) লড়াই করে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুই বারের অলিম্পিক্স মেডালিস্ট পিভি সিন্ধু (PV Sindhu)। ভারতীয় শাটলার ভিয়েতনামের থুই লিনকে তিন গেমের লড়াইয়ে পরাস্ত করলেন। অপরদিকে, আরেক ভারতীয় শাটলার এইচএস প্রণয়ও (HS Prannoy) সিঙ্গাপুর ওপেনের শেষ আটে পৌঁছলেন।
প্রথম গেমে এগিয়েই ছিলেন সিন্ধু। তবে ভিয়েতনামের শাটলার সিন্ধুর ভুলের সুযোগ নিয়ে প্রথমে সমতায় ফেরেন এবং তার পর লিডও নিয়ে নেন। দুরন্ত গেমে সিন্ধু আবার কামব্যাকও করেন। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের ৫৯ নম্বর শাটলার সকলকে চমকে দিয়ে প্রথম গেম ২১-১৯ ব্যবধানে নিজের নামে করেন। তৃতীয় বাছাই সিন্ধু পিছিয়ে পড়লেও কিন্তু হার মানেননি। প্রথম গেমের মতো দ্বিতীয় গেমেও দুরন্ত লড়াই চলতে থাকে এবং উভয়ই শাটলার বিভিন্ন সময়ে গেমে লিড নেন। তবে শেষমেস ২১-১৯ স্কোরে এই গেম জিতে ম্যাচে সমতা ফেরান সিন্ধু্।
মেহুলিদের রুপো
শ্যুটিং বিশ্বকাপে তিনটি সোনা, চারটি রূপো ও একটি ব্রোঞ্জ-সহ মোট আটটি পদক ঢুকেছে ভারতীয় শিবিরে। কিন্তু তাতেই সন্তুষ্ট হতে পারছেন না জয়দীপ কর্মকার (Joydeep Karmakar)। জাতীয় শ্যুটিং দলের অন্যতম কোচ বলছেন, আরও পদক জেতা উচিত ছিল ভারতীয় শ্যুটারদের। অল্পের জন্য যে সুযোগ হাতছাড়া হয়েছে। তাই সন্তুষ্ট হতে পারছেন না জয়দীপ।
বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জেতেন বাংলার মেহুলি ঘোষ। দক্ষিণ কোরিয়ার (South Korea) চাংওয়ানে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে বুধবার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে তিনি সোনা জিতেছেন শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে। ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগের ফাইনালের যোগ্যতাও অর্জন করেছিলেন মেহুলিরা। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরবেলা ফাইনালে তাঁরা হেরে যান। রুপো নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হয় মেহুলিদের।
লর্ডসে চাঁদের হাট
ওয়ান ডে ক্রিকেটে তাঁরা বিশ্বের সেরা ওপেনিং জুটি ছিলেন। বিশ্বের এমন কোনও বোলার ছিলেন না যিনি এই জুটিকে নিয়ে শঙ্কিত হননি।
সেই সচিন তেন্ডুলকর-সৌরভ গঙ্গোধ্যায় (Sachin Tendulkar and Sourav Ganguly) জুটিকে ফের দেখা গেল লর্ডসে। বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন। পাশাপাশি বসে খেলা দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেন্ডুলকর। লর্ডসে সেই দৃশ্য দেখে নস্টালজিয়ায় ডুব দিলেন নেটিজেনরা। সেই ছবি ভাইরালও হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নেমেছে ভারত। সেই ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই গ্যালারিতে সৌরভ এবং সচিনকে দেখা যায়। পাশাপাশি বসে ম্যাচ উপভোগ করছিলেন 'সচ' এবং 'দাদি'। সঙ্গে ছিলেন সচিনের স্ত্রী অঞ্জলিও। মুহূর্তের মধ্যে সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতের দুই প্রাক্তন ওপেনারকে গ্যালারিতেও একসঙ্গে দেখে নস্টালজিয়ায় ডুব দেন নেটিজেনরা।
চাহালের কীর্তি
লর্ডসে নতুন নজির গড়লেন যুজবেন্দ্র চাহাল।
বৃহস্পতিবার ১০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন চাহাল। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। এর আগে লর্ডসের ২২ গজে ভারতের কোনও বোলার ওয়ান ডে ক্রিকেটে ৪ বা তার বেশি উইকেট নিতে পারেননি। এই প্রথম ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল লর্ডসে একদিনের ক্রিকেটে ৪ উইকেট নিয়ে নজির গড়লেন।
টি-টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের মাটি থেকে ওয়ান ডে সিরিজ জিতে ফেরারও সুবর্ণ সুযোগ রোহিত শর্মাদের সামনে। ওয়ান ডে সিরিজে ভারত এমনিতেই ১-০ ব্যবধানে এগিয়ে। বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট করে দিল ভারত। ২৪৭ রান তুলতে পারলেই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নেবে ভারত। সেক্ষেত্রে তৃতীয় ওয়ান ডে হয়ে দাঁড়াবে শুধু নিয়মরক্ষার।
মর্মান্তিক পরিণতি
বক্সিং ম্যাচে ঘুষি, লাথি খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু এক ঘুষিতে প্রাণহানির ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এমনই এক দুর্ঘটনার শিকার হলেন বছর ২৩-র এক কিকবক্সার (Kickboxer)। তবে পাই আন্তর্জাতিক বিল্ডিংয়ে রবিবার (১০ জুলাই) কে১ স্টেট-লেভেল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে (K1 state-level Kickboxing) এমনই এক দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল জনগণ।
ভারতের দল ঘোষণা
প্রত্যাশা ছিলই, সেই মতোই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে (India tour of West Indies) ওয়ান ডে সিরিজের পর, টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হল প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। আজ বৃহস্পতিবারই ক্যারিবিয়ান সফরে পাঁচ টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। সেই দলে বিরাট কোহলির পাশাপাশি যশপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
অবশ্য ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও, টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই (Rohit Sharma)। দলে রয়েছেন ঋষভ পন্থও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পেলেও, এই সফরে ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল গত মাসেই জার্মানিতে গিয়ে তাঁর সার্জারি করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাক্কালে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরেও খেলতে পারেননি রাহুল। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন রাহুল। যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলেও তাঁকেও ২৯ জুলাই থেকে শুরু এই সিরিজে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: কন্যাসন্তানের বাবা হলেন উথাপ্পা, কী নাম রাখলেন সদ্যোজাতের?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)