UEFA EURO Qualifiers: জ্বলে উঠলেন ট্রেন্ট, মাল্টাকে ইউরোর যোগ্যতাঅর্জন পর্বে ৪-০ উড়িয়ে দিল ইংল্যান্ড
Trent Alexander-Arnold: ম্যাচে ফুলব্যাক নয়, বরং ইংল্যান্ডের মাঝমাঠে খেলে বেশ নজর কাড়লেন দলের তারকা ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
![UEFA EURO Qualifiers: জ্বলে উঠলেন ট্রেন্ট, মাল্টাকে ইউরোর যোগ্যতাঅর্জন পর্বে ৪-০ উড়িয়ে দিল ইংল্যান্ড Trent Alexander-Arnold shines as England thrash Malta 4-0 in UEFA EURO Qualifiers UEFA EURO Qualifiers: জ্বলে উঠলেন ট্রেন্ট, মাল্টাকে ইউরোর যোগ্যতাঅর্জন পর্বে ৪-০ উড়িয়ে দিল ইংল্যান্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/17/69467663370a8c5e033c80a654084b6a1686984886891507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আতার্দ: উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জন (UEFA EURO Qualifiers) পর্বের ম্যাচে মাল্টাকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করল ইংল্যান্ড (England vs Malta)। ম্যাচে ফুলব্যাক নয়, বরং ইংল্যান্ডের মাঝমাঠে খেলে বেশ নজর কাড়লেন দলের তারকা ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইংল্যান্ড। তবে থ্রি লায়ন্সরা কিন্তু ম্যাচে লিড পান এক আত্মঘাতী গোলের সুবাদেই। ম্যাচের আট মিনিটে মাথায় মাল্টার ফার্নান্দো আপাপ হতাশাজনকভাবে আত্মঘাতী গোল করে বসেন। প্রথম গোলের ২১ মিনিট পরে মাঝমাঠে খেলা ট্রেন্ট ইংল্যান্ডের লিড দ্বিগুণ করেন। দূরপাল্লার শট নিতে বেশ পটু ট্রেন্ট। লিভারপুলের জার্সিতে একাধিকবার দূরপাল্লার গোলে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ট্রেন্ট। এদিনও ইংল্যান্ডের নতুন ১০ নম্বর তেমনটাই করলেন। সাধারণত ফুলব্যাকে খেললেও, ট্রেন্টকে এই ম্যাচে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট মিডফিল্ডে খেলান। লিভারপুলের মরশুমের শেষের দিকের ম্যাচগুলিতেও তিনি কিন্তু মিডফিল্ডে খেলে বেশ নজর কেড়েছিলেন। এদিনও তেমনটাই হল।
তারপরে ইংল্যান্ডের অধিনায়ক তথা সর্বকালীন রেকর্ড গোলস্কারার হ্যারি কেন পেনাল্টি থেকে ম্যাচে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের আধ ঘণ্টার পরপরই ৩-০ এগিয়ে যাওয়া ইংল্যান্ডকে গোটা ম্যাচে আর তেমন চাপের মুখে পড়তেই হয়নি। প্রথমার্ধ ইংল্যান্ডের পক্ষে ৩-০ শেষ হয়। দ্বিতীয়ার্ধে অবশ্য মাল্টার জালে বল জড়াতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইংল্যান্ডকে। শেষের দিকে ৮৩ মিনিটে নিউক্যাসেল ইউনাইটেড স্ট্রাইকার ক্যালাম উইলসন ইংল্যান্ডের হয়ে ম্যাচের চতুর্থ তথা শেষ গোলটি করেন।
থ্রি লায়ান্সরা ম্যাচে ঠিক কতটা দাপট দেখিয়েছে, তা ছোট্ট পরিসংখ্যানগুলিই প্রমাণ করে দেয়। ইংল্যান্ডের ফুটবলাররা ম্যাচে মোট ১৬টি শট নেন যার মধ্যে আটটি তেকাঠির মধ্যে ছিল। ৬৬ শতাংশ সময়ই বল ইংল্যান্ডের দখলেই ছিল। ৮৯ শতাংশ সফলতার সঙ্গে ইংল্যান্ড গোটা ম্যাচে মোট ৭০৩টি পাস খেলেন। তুলনায় মাল্টা মাত্র ৩৭০টি পাস খেলে, পাসিং সফলতা ৭৯ শতাংশ। ম্যাচে ইংল্যান্ডের গোলমুখী একটি শট অবধি নিতে পারেনি মাল্টা।
Job done ☑️ pic.twitter.com/bLfdMHnQgQ
— England (@England) June 16, 2023
এই জয় নিয়ে যোগ্যতাঅর্জন পর্বের প্রথম তিন ম্যাচ জিতে নিজেদের গ্রুপে সি-র শীর্ষে পৌঁছে গেলেন হ্যারি কেন। এই গ্রুপে ইংল্যান্ড ছাড়াও ইতালি, নর্থ ম্যাসিডোনিয়া, মাল্টা ও ইউক্রেন রয়েছে। ইংল্যান্ড ২০ জুন নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে।
আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)