Poymantee Baisya: রাশিয়ার মাটি থেকে টেবিল টেনিসে ভারতকে গর্বের মুহূর্ত উপহার দেওয়ার শপথ বঙ্গকন্যার
Table Tennis News: পরপর দুটি টুর্নামেন্টে পদক জিতেছেন পয়মন্তী। যা তাঁর আত্মবিশ্বাসকে তুঙ্গে রেখেছে। তুরস্কে ডব্লিউটিটি ফিডার কাপ্পাডোসিয়াতে জোড়া পদক জিতেছেন।
কলকাতা: বুধবার, ১২ জুন থেকে ২৩ জুন রাশিয়ার কাজানে বসছে ব্রিকস স্পোর্টস গেমস (BRICS Sports Games)। টেবিল টেনিসে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন বাংলার পয়মন্তী বৈশ্য (Poymantee Baisya)।
পরপর দুটি টুর্নামেন্টে পদক জিতেছেন পয়মন্তী। যা তাঁর আত্মবিশ্বাসকে তুঙ্গে রেখেছে। তুরস্কে ডব্লিউটিটি ফিডার কাপ্পাডোসিয়াতে জোড়া পদক জিতেছেন। মিক্সড ডাবলসে আকাশ পালের সঙ্গে সোনা জেতার পাশাপাশি মহিলাদের ডাবলসে কৃত্তিকা রায়ের সঙ্গে জুটি বেঁধে রুপো জিতেছেন। তাঁকে প্রস্তুতি ও পরিকল্পনার ব্যাপারে সাহায্য করছে আদানি সংস্থা।
পয়মন্তী বলেছেন, 'আগের টুর্নামেন্টগুলি আমাকে আরও কঠিন লড়াইয়ের জন্য তৈরি করে দিয়েছে। ব্রিকস স্পোর্টস গেমসে ভারতের প্রতিনিধিত্ব করব। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এরপর রয়েছে আল্টিমেট টেবিল টেনিস লিগ (Ultimate Table Tennis League) ও অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট।'
Akash Pal & Poymantee Baisya, who won WTT Feeder Beirut II Mixed Doubles title last week, move up by whopping 441 spots in Mixed Doubles rankings to be World No. 56. pic.twitter.com/ZqlSBKIdgN
— India_AllSports (@India_AllSports) March 26, 2024
আপাতত নিজের ব়্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান পয়মন্তী। বলেছেন, 'আন্তর্জাতিক ব়্যাঙ্কিং বাড়াতে হবে। এক পা এক পা করে এগনোর পরিকল্পনা রেখেছি। আরও অনেক টুর্নামেন্ট খেলতে হবে।' আকাশ পালের সঙ্গে মিক্সড ডাবলসে নিজের বোঝাপড়া নিয়ে পয়মন্তী বলেছেন, 'আমরা খুব ছোটবেলা থেকে একসঙ্গে খেলছি। ২০২৩ সালে জাতীয় স্তরে ব়্যাঙ্কিং টুর্নামেন্টে একসঙ্গে খেলেছিলাম। এ বছর লেবাননের বেইরুটে আমাদের প্রথম ফিডার টুর্নামেন্টে খেলে ব্রোঞ্জ জিতেছিলাম।' যোগ করেছেন, 'ডাবলেস কৃত্তিকা রায়ের সঙ্গে রুপো জিততে পেরেও আমি খুশি। এই প্রথমবার একসঙ্গে খেলেই সাফল্য পেলাম। আকাশ ও আমি প্রথমবার কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেই ব্রোঞ্জ জিতেছিলাম। তারপর এই পদক। ব়্যাঙ্কিংয়ে উন্নতি হবে। প্রথম দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে আমার ব়্যাঙ্কিং অনেক নীচের দিকে ছিল। তবে এবার তা ক্রমশ ভাল হচ্ছে।'