U19 WC Ind vs Aus: শতরান করে অজি বধ, যশ ধূলকে দরাজ সার্টিফিকেট ভনের
U19 WC Ind vs Aus: ভারতীয় ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। যশের ও শাইকের ব্যাটিংয়ের সুবাদেই যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।
লন্ডন: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শতরান। তাও আবার সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। যবু ভারতীয় দলের অধিনায়ক যশ ধূলের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার সেই তালিকায় নাম লেখালেন মাইকেল ভন। তরুণ ভারতীয় ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের। যশের ও শাইকের ব্যাটিংয়ের সুবাদেই যুব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। সেমিতে তারা হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে ৯৬ রানে।
নিজের ট্যুইটার হ্য়ান্ডেলে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেন, ''অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং আলাদাই লেভেলের। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, দেখেই বোঝা যাচ্ছে। যশ ধূলের ব্যাটিং। উফফ! অসাধারণ।'' উল্লেখ্য, বিরাট কোহলি ও উন্মুক্ত চাঁদের পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে শতরান হাঁকালেন যশ ধূল।
India U19s batting looked high class … The future looks secured for the Indian Team .. Yash Dhull looks exceptional .. #U19WorldCup2022
— Michael Vaughan (@MichaelVaughan) February 2, 2022
গতকাল, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক যশ ধূল। ওপেনিংয়ে নেমেছিলেন আংক্রিশ রাঘুবংশী ও হরনূর সিংহ। কিন্তু কেউই বেশি রান করতে পারেননি। প্রথমজন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ১৬ রানে প্রথম উইকেটের পতন হয় ভারতের। ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এরপরই পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক যশ ধূল ও সহ অধিনায়ক শাইক রশিদ। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১১০ রান করেন তিনি। ১০৮ বলে ৯৪ রান করেন শাইক রশিদ। এরপর লোয়ার অর্ডারে নিশান্ত সিন্ধু ও দীনেশ বানা মিলে দলের স্কোর ২৯০ এ পৌঁছে দেন।
জবাবে, ভারতীয় বােলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারল না অজি ব্য়াটাররা। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন ভিকি ওস্টওয়াল। ২ টো করে উইকেট নেন রবি কুমার ও নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন আংক্রিশ রঘুবংশী ও কৌশল তাম্বে।