এক্সপ্লোর
Advertisement
ফাইনালের আগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলকে শুভেচ্ছা ঋদ্ধিমান, রাহানে, পূজারার
ম্যাচের আগে অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা জানালেন অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা সহ সিনিয়ার দলের একাধিক সদস্যরা। আজ বিসিসিআইয়ের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও টুইট করা হয়। সেই ভিডিওতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা দেন চেতেশ্বর পূজারা, বিজয় শঙ্কর, অজিঙ্ক রাহানে ও ঋদ্ধিমান সাহা।
নয়াদিল্লি: আগামী রবিবার প্রথমবারের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত আর বাংলাদেশ।গতবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ী হয় ভারত। এই নিয়ে তৃতীয় বারের জন্য এই বিশ্বকাপ ফাইনাল খেলছে ভারত। অপরদিকে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের জন্য এটিই প্রথম বিশ্বকাপ ফাইনাল।
ম্যাচের আগে অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা জানালেন অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা সহ সিনিয়ার দলের একাধিক সদস্য। আজ বিসিসিআইয়ের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ট্যুইট করা হয়। সেই ভিডিওতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা দেন চেতেশ্বর পূজারা, বিজয় শঙ্কর, অজিঙ্ক রাহানে ও ঋদ্ধিমান সাহা।
ভিডিওতে পূজারা বলেন, ‘ ফাইনালে পৌঁছানোর জন্য আমি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে অভিনন্দন জানাতে চাই। তোমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছো। আমি তোমাদের খেলা দেখেছি। এই পদ্ধতিতে খেললে ফাইনালের জন্য কোনও অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই। কেবল সাবলীলভাবে খেলে যাও। আমি জানি তোমরাই কাপ ঘরে আনবে।’ বিজয় শঙ্কর বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা। এটা একটা উৎসব এবং এটাকে কেবল উপভোগ করার চেষ্টা করো। শুভেচ্ছা রইল।’ ‘ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা। তোমরা যেমন প্রভাবশালীভাবে খেলছ সেইভাবেই খেলতে থাকো। সামনে যেই আসুক না কেন তোমাদের কাছে সে পরাজিত হবেই।’ ভিডিওতে বার্তা ঋদ্ধিমানের। অজিঙ্ক রাহানে বলেন, ‘যেমন খেলছ সেটাই বজায় রাখো, আমরা সবাই তোমাদের সঙ্গে আছি। গোটা দেশ তোমাদের সমর্থন করছে। কেবল ভালো করে খেলো, চিয়ার্স’। আগামী রবিবার দক্ষিণ আফ্রিকায় সম্মুখ সমরে নামছে ভারত-বাংলাদেশ।Wishes galore all the way from New Zealand for the U19 team ahead of the #U19CWC final. ???????????????? #TeamIndia @cheteshwar1 @vijayshankar260 @Wriddhipops @ajinkyarahane88 pic.twitter.com/oCucTeOBzE
— BCCI (@BCCI) February 7, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement