UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ-কোথায় ও কখন দেখা যাবে বার্সেলোনা বনাম বায়ার্নের ম্যাচ
আর এই ম্যাচ খেলতে নামার আগে ইউসিএলের ২০১৯-২০ এর কোয়ার্টার ফাইনালের স্মৃতি উঁকি দিতে পারে বার্সার খেলোয়াড়দের মনে।
Barcelona Vs Bayern: উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগের প্রত্যাবর্তন! ইউসিএলে মার্কি গেমে মুখোমুখি বার্সেলোনা ও বায়ার্ন। স্পেনের বার্সেলোনায় ক্যাম্প ন্যুতে দুই দলের লড়াই। আর এই ম্যাচ খেলতে নামার আগে ইউসিএলের ২০১৯-২০ এর কোয়ার্টার ফাইনালের স্মৃতি উঁকি দিতে পারে বার্সার খেলোয়াড়দের মনে। লিসবনে বার্সেলোনাকে আট গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন। এ কথা নিঃসন্দেহে বলা যায়, সেই লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে ঘরের মাঠে মুখিয়ে থাকবে বার্সা। তবে একইসঙ্গে উল্লেখ করা যায় যে, গত ১৮ বছরের মধ্যে এই প্রথম তাদের মহাতারকা খেলোয়াড় লিওনেল মেসিকে ছাড়াই নামছে স্পেনের এই দল।
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে কীভাবে:
কখন চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ?
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মধ্যে এই ম্যাচ খেলা হবে ১৪ সেপ্টেম্বর, ২০২১, বুধবার।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মধ্যে এই ম্যাচ কোথায় খেলা হবে?
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মধ্যে এই ম্যাচ বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামে খেলা হবে।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মধ্যে এই ম্যাচ কখন শুরু হবে?
বার্সেলোনা ও বায়ার্নের মধ্যে এই ম্যাচ ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় শুরু হবে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও বায়ার্নের ম্যাচ কোনও টেলিভিশন চ্যানেলগুলিতে সরাসরি দেখা যাবে?
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি লিভ-এ।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
বায়ার্ন ও বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ-এ ভারতীয় সময় রাত সাড়ে বারোটা থেকে।
বার্সেলোনা ও বায়ার্নের ম্যাচের পূর্ণ স্কোয়াড
বায়ার্ন মিউনিখ- সম্ভাব্য লাইন আপ (৪-২-৩-১): ন্যুয়ের, সুলে, উপামেক্যানো, হার্নান্ডেজ, ডেভিয়েস, কিম্মিচ, গোরেৎজকা, মুসিয়ালা, ম্যুলার, সানে, লেওয়ানডাউস্কি
বার্সোলোনা- সম্ভাব্য লাইন আপ (৪-৩-৩): টের স্টেজেন, মিনগুয়েজা, আরাউজো, পিকে, আলবা, পেড্রি, বাক্সেটস, এফ ডে জং, ডিপে, এল ডে জং, কুটিনহো