(Source: ECI/ABP News/ABP Majha)
UEFA Euro Qualifiers: কিলিয়ান এমবাপের ঐতিহাসিক গোলে গ্রিসকে হারাল ফ্রান্স
France vs Greece: কোলো রান্ডাল মুয়ানির নিশ্চিত গোল নিয়মবর্হিভূতভাবে আটকে দেন গ্রিসের কনস্টান্টিনস ম্য়াভ্রোপানস। এর ফলে তিনি তো লাল কার্ড দেখেনই, পেনাল্টিও পায় ফ্রান্স।
নয়াদিল্লি: উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জন পর্বে (UEFA Euro Qualifiers) জয়ের ধারা অব্যাহত রাখল ফ্রান্স। ১০ জনে নেম যাওয়া গ্রিসকে ১-০ হারাল লাঁ ব্লাঁ (France vs Greece)। ফ্রান্সের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। তিনি এই গোলের সুবাদেই ফরাসি খেলোয়াড় হিসাবে এক নতুন ইতিহাসও গড়ে ফেললেন।
বয়স মাত্র ২৪, এর মধ্যেই প্রতিনিয়তই একাধিক ইতিহাস গড়ে ফেলেছেন কিলিয়ান এমবাপে। দলের অধিনায়কের দায়িত্বও তাঁর কাঁধেই দেওয়া হয়েছে। সোমবার গ্রিসের বিরুদ্ধে গোল করেও ফের এক নতুন ইতিহাস গড়ে ফেললেন এমবাপে। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এটি এমবাপের এ মরশুমের ৫৪তম গোল। আর কোনও ফরাসি ফুটবলারের দখলে এক মরশুমে এতগুলি গোল করার কৃতিত্ব নেই।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আট মিনিটের মাথাতেই পেনাল্টি পায় ফ্রান্স। কোলো রান্ডাল মুয়ানির নিশ্চিত গোল নিয়মবর্হিভূতভাবে আটকে দেন গ্রিসের কনস্টান্টিনস ম্য়াভ্রোপানস (Konstantinos Mavropanos)। এর ফলে তিনি তো লাল কার্ড দেখেনই, পেনাল্টিও পায় ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এমবাপে। তিনি অবশ্য প্রথমবারে গোল মিস করেন। কিন্তু এক গ্রিস ডিফেন্ডার পেনাল্টি মারার আগেই বক্সে ঢুকে যাওয়ায় দ্বিতীয়বার পেনাল্টি মারার সুযোগ তিনি। দ্বিতীয়বারে তিনি কিন্তু গোল মিস করেননি। তাঁর গোলেই লিড পায় ফ্রান্স।
এই জয়ের সুবাদে ফ্রান্স গ্রুপ 'বি'-তে চার ম্য়াচ জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। গ্রিসের থেকে আপাতত ছয় পয়েন্টে এগিয়ে তাঁরা। ফ্রান্স উয়েফা ইউরোর মূলপর্বে পৌঁছনোর দিকে এক পা বাড়িয়েই রেখেছে। এর আগে জার্মানি ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকেও হারিয়েছিল ফ্রান্স। এরপর ফের একবার সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামবেন এমবাপেরা।
তবে এতকিছুর মাঝেও কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ নিয়ে কিন্তু জল্পনা চলছেই। আর এক মরশুম পরেই প্যারিস সঁ জরমেঁর সঙ্গে এমবাপের চুক্তি শেষ হচ্ছে। সেই চুক্তি তিনি আর বাড়াতে চান না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড। তবে এই টালমাটাল পরিস্থিতিও কিন্তু এমবাপের পারফরম্যান্সে কোনওরকম প্রভাব ফেলেনি। তিনি জিব্রাল্টার এবং গ্রিসের বিরুদ্ধে গোল করে দলকে জিতিয়েওছেন।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?