Spain vs Croatia: প্রথম খেতাবের সামনে থেকে ফের খালি হাতে ফিরল ক্রোয়েশিয়া, ১১ বছর পর স্পেনের ট্রফি
UEFA Nations League: স্পেনের কাছে হেরে প্রথম ট্রফি জয়ের সামনে দাঁড়িয়েও স্বপ্নপূরণ হল না মদ্রিচদের।
রটারডাম: ভাগ্য যেন কিছুতেই সঙ্গ দিচ্ছে না ক্রোয়েশিয়ার (Croatia Football Team)। ফের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠে হারতে হল লুকা মদ্রিচদের (Luka Modric)। ২০১৮ সালে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার উয়েফা নেশনস লিগ ফাইনাল থেকেও খালি হাতে ফিরতে হল ক্রোটদের। স্পেনের কাছে হেরে প্রথম ট্রফি জয়ের সামনে দাঁড়িয়েও স্বপ্নপূরণ হল না মদ্রিচদের।
রবিবার ভারতীয় সময় গভীর রাতে নেদারল্যান্ডসের রটারডামে নেশনস লিগের ফাইনালে স্পেনের কাছে হেরে গেল ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি। টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে স্পেন। লা রোহা-রা ১১ বছর পর কোনও আন্তর্জাতিক ট্রফি জিতল। ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তারপর জিতল নেশনস লিগ।
২ বছর আগে নেশনস লিগে রানার্স হয়েছিল স্পেন। ফ্রান্সের কাছে হারতে হয়েছিল লা রোহাদের। কাতার বিশ্বকাপেও স্পেনের সঙ্গী ছিল হতাশা। শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল।
দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচ বাঁ প্রান্ত থেকে আক্রমণে উঠে পাস বাড়ান মারিও পাসালিচকে। সুযোগ নষ্ট করেন পাসালিচ। জসিপ জুরানোভিচের শটও লক্ষ্যভেদ করতে পারেনি।
পরিবর্ত হিসাবে আনসু ফাতি নামার পর স্পেনের খেলায় ঝাঁঝ বাড়ে। ৮৪ মিনিটে রদ্রির পাস থেকে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি। গোললাইন সেভ করেন পেরিসিচ।
View this post on Instagram
অতিরিক্ত সময়ে কোনও দলই গোল পায়নি। টাইব্রেকারে জোড়া সেভ করেন স্পেনের গোলকিপার উনাই সাইমন। লোভ্রো মাহের ও ব্রুনো পেতকোভিচের শট রুখে দেন তিনি।