UEFA Nations League: হাড্ডাহাড্ডি ম্যাচে ইউরোপ সেরাদের হারিয়ে ফাইনালে স্পেন
UEFA Nations League Final: উয়েফা নেশনস লিগের ফাইনালে লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন।
![UEFA Nations League: হাড্ডাহাড্ডি ম্যাচে ইউরোপ সেরাদের হারিয়ে ফাইনালে স্পেন UEFA Nations League: Spain beat Italy to book place in the final vs Croatia UEFA Nations League: হাড্ডাহাড্ডি ম্যাচে ইউরোপ সেরাদের হারিয়ে ফাইনালে স্পেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/16/8a3636323453e0bf480ebfa3ec8de1011686888745937507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আমস্টারডাম: উয়েফা নেশনস লিগের (,UEFA Nations League) দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। দুই শক্তিধর দেশ স্পেন ও ইতালি (Spain vs Italy), একে অপরের বিরুদ্ধে শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই চালায়। তবে শেষ হাসিটা কিন্তু লা রোহাই হাসল। ইউরো চ্যাম্পিয়ন আজুরিদের ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে উয়েফা নেশনস লিগের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন রড্রিরা। খেতাবি লড়াইয়ে এবার সোমবার লুকা মদ্রিচের মুখোমুখি হবে স্পেন।
এদিন ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় তরুণ স্প্যানিশ উইঙ্গার ইয়েরেমি পিনো গোল করে স্পেনকে এগিয়ে দেন। ইতালি অধিনায়ক লিওনার্দো বোনুচ্চির ভুলের সুযোগ নিয়ে পিনো ইতালির জালে বল জড়িয়ে দেন। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার সেই বল আটকাতে ব্যর্থ হন। তবে ম্যাচের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও দমে যায়নি ইতালি। পিনোর গোলে পিছিয়ে পড়ার মাত্র আট মিনিটের মাথাতেই আজুরিরা ম্যাচে সমতা ফেরান। ইতালির হয়ে স্ট্রাইকার চিরো ইম্মোবিলে পেনাল্টি থেকে গোল করেন।
প্রথমার্ধে এরপরেও স্পেন একাধিক গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ইতালিও অবশ্য বেশ কয়েকটি ভাল আক্রমণ গড়ে তোলে। তবে দুই দলের কেউই আর গোল করতে না পারায় প্রথমার্ধ শেষে ম্যাচ ১-১ স্কোরলাইনে ছিল। দ্বিতীয়ার্ধেও দুই দলের কেউই গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু সেইসব হতাশা দূর করেন হোসেলু। সহজ ট্যাপ ইনে লা রোহার হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের একেবারে শেষের দিকে, ৮৮ মিনিটে স্পেন ম্যাচে লিড নিয় নেয়। ইতালি ম্যাচে ফেরার প্রচেষ্টা করলেও স্পেনের রক্ষণ ভাঙা আর সম্ভব ছিল না। তাই ম্যাচ অতিরিক্ত সময়েও গড়ায়নি। সরাসরি ফাইনালে পৌঁছে যায় স্পেন।
ফাইনালে ক্রোয়েশিয়াও
দলের জয়ে ফের উজ্জ্বল লুকা মদ্রিচ (Luka Modric)। ক্রোট তারকা যেন বয়সকে হার মানাচ্ছেন। বয়স যে নেহাত একটা সংখ্যা, প্রমাণ করে চলেছেন মদ্রিচ। ডাচদের বিরুদ্ধে গোল করলেন তিনি। উয়েফা নেশনস লিগের আয়োজক নেদারল্যান্ডসকে হারিয়ে চমকে দিল ক্রোয়েশিয়া। বুধবার রাতে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারায় তারা। ২০১৮ বিশ্বকাপে রানার্স এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর বিশ্বমঞ্চে আবার বড় সাফল্য পেল ক্রোয়েশিয়া। ক্রোটদের সামনে ট্রফি জয়ের হাতছানি।
ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ছিল ২-২। খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে ব্রুনো পেতকোভিচ দূরপাল্লার শটে গোল করেন। সেই গোলেও সহায়তা ছিল মদ্রিচের। ১১৬ মিনিটে ডাচ ডিফেন্ডার টাইরাল মালাসিয়া নিজেদের বক্সে মদ্রিচকে ফেলে দিলে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। পেনাল্টি আদায়ের পর স্পটকিক থেকে গোল করে ক্রোটদের জয় নিশ্চিত করেন মদ্রিচ। ম্যাচের সেরাও হন তিনি।
আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)