Umesh Yadav: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন শুরু উমেশের, খেলা হচ্ছে না কাউন্টি ক্রিকেট
Middlesex: জুলাই মাসে উমেশ যাদব মিডলসেক্সের হয়ে জুলাই মাসেই প্রথম শ্রেণি ও লিস্ট 'এ', উভয় ফর্ম্যাটে খেলার জন্যই চুক্তিবদ্ধ হয়েছিলেন।
লন্ডন: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সের (Middlesex County Cricket Club) হয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে দারুণ ফর্মে ছিলেন উমেশ যাদব (Umesh Yadav)। টুর্নামেন্টের অন্যতম সর্বোচ্চ উইকেটশিকারীও তিনি। তবে এই টুর্নামেন্ট চলাকালীনই ২১ অগাস্ট গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে চোটের কবলে পড়েন ভারতীয় তারকা ফাস্ট বোলার। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে আর মিডলসেক্সের হয়ে মাঠা নামা হচ্ছে না উমেশের। শুক্রবারই ক্রিকেট ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে।
পেশিতে চোট
উরুর পেশিতে চোট পেয়েছেন উমেশ যাদব। ফলে এ মাসে মিডলসেক্সের দুই কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে লেস্টারশায়ার ও উরস্টারশায়ারের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না উমেশ। এক বিবৃতিতে মিডলসেক্স কর্তৃপক্ষ জানান, 'বড় দুঃখের সঙ্গে ঘোষণা করতে হচ্ছে যে উমেশ যাদব লন্ডনে ফিরে ক্লাবের সঙ্গে মরসুমটা শেষ করতে পারবেন না। আমাদের জানানো হয়েছে যে চোটের জেরে তিনি মিডলসেক্সের কাউন্টি চ্যাম্পিয়নশিপের কোনও ম্যাচই খেলতে পারবেন না। মিডলসেক্সের হয়ে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে মরসুমের শেষে রয়্যাল লন্ডন কাপের ম্যাচে পেশিতে চোট পান উমেশ। এই চোটের ফলে ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ফাস্ট বোলার।'
৩৪ বছর বয়সি উমেশ চোট পাওয়ার পরেই ভারতে ফিরে আসেন। তাঁর আবার শনিবারই (১৭ সেপ্টেম্বর) লন্ডনে উড়ে যাওয়ার কথা ছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ দুই কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচও খেলতেন তিনি। তবে তা হচ্ছে না। মিডলসেক্স কর্তৃপক্ষ জানায় বিসিসিআইয়ের মেডিক্যাল দল উমেশ ভারতে ফিরে আসার পর তার চোটের পর্যবেক্ষণ করে। মেডিক্যাল দলের তত্ত্বাবধানেই উমেশ নিজের পুনর্বাসন প্রক্রিয়া ও বোলিং করা চালুও করেন। তবে লাল বলের ক্রিকেট খেলতে বিশেষত ফাস্ট বোলারদের দারুণ ফিটনেসের প্রয়োজন।
ম্যাচের জন্য ফিটনেসের অভাব
উমেশ অল্পস্বল্প বোলিং শুরু করে দিলেও, বিসিসিআইয়ের তরফে মিডলসেক্সকে জানানো হয়, চার দিনের ম্যাচ খেলার জন্য প্রয়োজনীয় ফিটনেস উমেশের নেই। তাই তিনি আর লন্ডনে ফিরবেন না। বাকি ভারতীয় তারকাদের মতো উমেশও তাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই আপাতত নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রসঙ্গত, উমেশ জুলাই মাসে মিডলসেক্সের হয়ে জুলাই মাসেই প্রথম শ্রেণি ও লিস্ট 'এ', উভয় ফর্ম্যাটে খেলার জন্যই চুক্তিবদ্ধ হয়েছিলেন।
আরও পড়ুন: ছয় মারার পরিণাম! বোলারের থ্রোয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বেঙ্কটেশ আইয়ার