এক্সপ্লোর
দেখুন: অনূর্দ্ধ ১৯ ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা অলিভার ডেভিসের

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার অলিভার ডেভিস অনূর্দ্ধ ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে এক ওভারে ছয়টি ওভারবাউন্ডারি মারার কৃতিত্ব অর্জন করলেন। ডেভিস দলের ইনিংসের ৪০ তম ওভারে অফ স্পিনার জ্যাক জেমসের বলে পরপর ছয়টি ছক্কা হাঁকালেন। আন্তর্জাতিক ক্রিকেট ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব রয়েছে ভারতের যুবরাজ সিংহ ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান হার্শেল গিবসের। যুবরাজ ২০০৭ এ টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। অন্যদিকে, হার্শেল গিবস ২০০৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছিলেন। ডেভিস তাঁর ঝোড়ো ইনিংসে ১১৫ বলে ২০৭ রান করেছেন। নিউ সাউথ ওয়েলস মেট্রোর হয়ে নর্দার্ন টেরিটোরি বিরুদ্ধে এই বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ডেভিস কী ধরনের আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছেন, তা তাঁর ইনিংস বিশ্লেষণ করলে বোঝা যায়। তিনি ১০০ রান ৭৪ বলে সম্পূর্ণ করেন। পরের একশ রান করেন মাত্র ৩৯ বলে।
অনূর্দ্ধ ১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ডেভিস এক ওভারে সবচেয়ে বেশি রান সংগ্রহের রেকর্ড গড়লেন। তাঁর ইনিংসে ছিল ১৭ ছক্কা ও ১৪ চার। তাঁর ইনিংসে ভর করে নিউ সাউথ ওয়েলস মেট্রো ১৬৮ রানে ম্যাচ জেতে। ডেভিসের দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪০৬ রান করে। জবাবে বিপক্ষ ২৩৮ রানে অল আউট হয়ে যায়।🤯🤯🤯 Ollie Davies hit 1️⃣7️⃣ sixes for @CricketNSW Metro today! #U19Champs pic.twitter.com/GnPtuCDvZ4
— Cricket Aus Pathway (@CAPathway) December 3, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















