এক্সপ্লোর
Advertisement
মরণ-বাঁচন ম্যাচের আগে বিরাটের পথেই মাহি
বিশাখাপত্তনম: ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ এখন দাঁড়িয়ে ২-২-এ৷ শনিবার দীপাবলিতে সিরিজের ক্লাইম্যাক্স৷ পঞ্চম একদিনের ম্যাচটি দু দলের কাছেই ডু অর ডাই ম্যাচ৷ ধোনি বাহিনী থেকে কিউয়ি ব্রিগেড, দু’পক্ষের কাছেই মরণ-বাঁচন লড়াই৷
বিশাখাপত্তনমের হাইভোল্টেজ ক্লাইম্যাক্সের আগে শুক্রবার ছিল টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাক্টিস৷ আর সেখানে কার্যত বিরাট কোহলির রণকৌশলই অনুসরণ করতে দেখা গেল মাহিকে৷ টেস্ট সিরিজের আগে খুব একটা ফর্মে ছিলেন না বিরাট৷ নিয়মিত রাবার বলে প্র্যাক্টিস করেছেন তখন৷ ফলও মিলেছে হাতে-নাতে৷ ইনদওর টেস্টে ক্যাপ্টেন কোহলির ডাবল সেঞ্চুরি থেকে ওয়ান ডে-তে সেঞ্চুরি৷
একদিনের সিরিজে ব্যাট হাতে মোটেই ধারাবাহিক ফর্মে নেই ক্যাপ্টেন কুল৷ খরা কাটাতে এবার বিরাট ফর্মুলায় নেমে পড়লেন তিনি৷ নেটে প্রায় ২০ মিনিট প্র্যাক্টিস করলেন রাবার বলে৷ বাউন্সের মোকাবিলা করতেই এই কৌশল৷
ধর্মশালা ম্যাচের আগে ধোনি জানিয়েছিলেন, ম্যাচ চলাকালীন আজকাল টেস্ট ক্যাপ্টেন বিরাটের পরামর্শও নেন৷ এবার ফর্ম ফিরে পেতেও কি তাঁকে অনুসরণ?
ডু অর ডাই ম্যাচ৷ তা সত্ত্বেও এদিন টিম ইন্ডিয়ার অপশনাল প্র্যাক্টিস৷ অনুশীলনেই এলেন না ৫ ক্রিকেটার৷ অন্যদিকে, গোটা নিউজিল্যান্ড দল নেমে পড়ল অনুশীলনে৷ কিন্তু প্রশ্ন উঠছে, সিরিজের ফয়সালা যে ম্যাচে হবে, তার আগে কেন অপশনাল প্র্যাক্টিস রাখা হল? কেন যোগ দিলেন না সব ক্রিকেটারেরা? বিশাখাপত্তনমের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাথাচাড়া দিচ্ছে প্রশ্নগুলো৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement