(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs ENG: বিরাটের পাশে দাঁড়িয়ে রোহিতকে খোঁচা ভনের, দ্বিতীয় টেস্টের আগে চাপে হিটম্য়ান?
Michael Vaughan On Rohit: এবার দ্বিতীয় টেস্টের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিল ইংল্যান্ড। বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে মাইকেল ভন খোঁচা দিলেন রোহিত শর্মাকে।
বিশাখাপত্তনম: প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে থেকেও ম্য়াচ হারতে হয়েছে। সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড শিবির। অধিনায়ক হিসেবে হােক বা ব্যাটার হিসেবে ২ ইনিংসেই ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার দ্বিতীয় টেস্টের আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিল ইংল্যান্ড। বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে মাইকেল ভন (Michael Vaughan) খোঁচা দিলেন রোহিত শর্মাকে। কোহলি অধিনায়ক থাকলে হায়দরাবাদ টেস্টের ফল অন্যরকম হত বলেই মনে করেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। অধিনায়ক হিসেবেও রোহিতের থেকে বিরাটকে বেশি মার্কস দিয়েছেন ভন।
সম্প্রতি ধারাভাষ্যের কাজে ব্যস্ত ভন। বিশাখাপত্তনম টেস্টের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি মনে করি বিরাট কোহলির অধিনায়কত্ব ভীষণভাবে মিস করেছে ভারতীয় দল। টেস্টে ওর অধিনায়কত্ব অন্য পর্যায়ের। ও নেতৃত্ব দিলে আমার মনে হয় না যে ম্য়াচটি ভারত হারত। রোহিত নিঃসন্দেহে দুর্দান্ত প্লেয়ার। কিংবদন্তি পর্যায়ের। কিন্তু আমার মনে হয় ও অধিনায়ক হিসেবে একটু পিছিয়ে গিয়েছিল ম্য়াচে।''
ভন আরও বলেন, ''আমার মনে হয় রোহিত ভীষণরকম মধ্যমানের অধিনায়ক। নিজের ফিল্ডারদের সাজানো ও বোলিংয়ের বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে পারেনি ও। এছাড়াও ওলি পোপের সুইপ ও রিভার্স সুইপের কোনও জবাব ছিল না রোহিতের সামনে।'' উল্লেখ্য, ম্য়াচে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওলি পোপ একাই ১৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেন।
পিচ নিয়ে কী বললেন ফোকস?
প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ২৮ রানে জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে স্টোকস বাহিনী। আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ২ দল। তার আগে অবশ্য হায়দরাবাদের প্রথম টেস্টের পিচ নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিলেন বেন ফোকস। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার সেই পিচকে 'ভয়ঙ্কর' আখ্যা দিয়েছেন।
প্রস্তুতির ফাঁকে এক সাক্ষাৎকারে ফোকস বলছেন, ''প্রথম টেস্টে জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দলের প্রত্যেকে দ্বিতীয় টেস্টে নামার জন্য মুখিয়ে আছে। প্রথম টেস্টে মাঠে নামার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম কী ভয়ঙ্কর পিচ। আমি শুধু চেষ্টা করছিলাম কোনওভাবে যাতে পিচে সেট হওয়া যায়। আমরা দলগতভাবে চেষ্টা করছিলাম ওদের বোলারদের ওপর যাতে চাপ তৈরি করা যায়।''