Carlos Alcaraz Career: ক্যাসপার রুডকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ
Carlos Alcaraz Career, US Open: মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়লেন আলকারেজ। এই মুহূর্তে ক্রমতালিকায় ১ নম্বরে রয়েছেন স্প্যানিশ তরুণ।
যুক্তরাষ্ট্র: ইউ এস ওপেনের (US Open) নতুন সম্রাট কার্লোস আলকারেজ (Carlos Alcaraz)। স্পেনের এই তরুণ টেনিস তারকা হারিয়ে দিলেন ক্যাসপার রুডকে (Casper Rudd)। খেলার ফল আলকারেজের পক্ষে ৬-৪, ২-৬, ৭-৬ (১), ৬-৩। মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়লেন আলকারেজ। এই মুহূর্তে ক্রমতালিকায় ১ নম্বরে রয়েছেন স্প্যানিশ তরুণ।
স্পেনের তরুণ এই টেনিস তারকা তাঁর কেরিয়ারের অষ্টম বড় টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। কিন্তু এরমধ্যে বিশ্ব টেনিস মঞ্চে নিজের জাত চিনিয়েছেন তিনি। প্রথম সেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় সেটেই হেরে যান আলকারেজ। দারুণভাবে ম্যাচে ফিরে আসেন ক্যাসপার রুড। ২২ বছরের নরওয়ের টেনিস তারকা রুড এর আগে চলতি বছরের ফরাসি ওপেনে রানার্স আপ হয়েছিলেন। রাফায়েল নাদালের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল তাঁকে।
প্রখর বুদ্ধি, দুর্দান্ত এনার্জি, দ্রুত রিসিভ করার ক্ষমতা আলকারাজকে এগিয়ে রেখেছিল রুডের থেকে। তৃতীয় সেটের শুরুতেই রুডের সার্ভিস ব্রেক করেন আলকারাজ।তৃতীয় সেটে হল হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতেই রুডের সার্ভিস ব্রেক করেন আলকারাজ। তৃতীয় গেমেও ব্রেক পয়েন্টের সুযোগ ছিল আলকারাজের সামনে। সেখান থেকে কোনওভাবে লড়ে গেমে ফেরেন রুড। ১-২ করেন তিনি। এরপরের গেমে আলকারাজের সার্ভিস ব্রেক করেন রুড। একটা সময়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন রুড।
তবে সেখান থেকেই ম্যাচে ঘুরে দাঁড়ান আলকারাজ। সার্ভ ঠিক করে দ্রুত ৫-৫ করেন তিনি। তবে সেখান থেকে ৬-৫ এ এগিয়ে থেকে সেট পয়েন্টে দাঁড়িয়েছিলেন রুড। এক বার নয়, তিন বার। ১০ মিনিটের বেশি সময় চলে একটা গেম। অবশেষে তৃতীয় সেট টাইব্রেকারে ৭-৬ (৭-১) জিতে যান আলকারাজ।
খেতাব জয়ের পর আবেগে কেঁদে ফেলেছিলেন আলকারাজ। আলকারাজের এই সাফল্যের পর তাঁকে কুর্নিশ জানিয়েছেন প্রতিপক্ষ রুড থেকে শুরু করে টেনিস জগতের বহু তারকা। ম্যাচ জিতে আলকারাজ বলেছেন, ''ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম , একদিন এই জায়গায় পৌঁছব। এই দিনটা দেখার জন্য প্রচুর পরিশ্রম করেছি। কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারব না।'' উল্লেখ্য, মহিলাদের সিঙ্গলসেও নতুন রানি পেয়েছে এবার ইউএস ওপেন। খেতাব জিতেছেন ইগা শিয়াটেক।
আরও পড়ুন: ষষ্ঠবারের জন্য এশিয়া কাপে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, ৮ বছর পর ভাঁড়ারে বড় ট্রফি