এক্সপ্লোর
Advertisement
২০০ মিটারেও সোনা উসেইন বোল্টের
রিও ডি জেনেইরো: রিও-এ ১০০মিটারের পর এবার ২০০ মিটার দৌড়েও জিতলেন উসেইন বোল্ট। পরপর তিনটি অলিম্পিক্সে ২০০মিটারে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের দ্রুততম এই জামাইকান স্প্রিন্টার।সময় নিলেন ১৯.৭৮ সেকেন্ড। কানাডার আন্দ্রে ডি গ্রেস ২০.০২ সেকেন্ড সময় করে রূপো পেয়েছেন। ফ্রান্সের ক্রিস্টোফে লেমেত্রে ২০.১২ সেকেন্ড সময় করে পেয়েছেন ব্রোঞ্জ।
গত দুটি অলিম্পিক্সে তাঁর তিনটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিলেন বোল্ট ।রিওতে এ পর্যন্ত ১০০ ও ২০০ মিটারে চ্যাম্পিয়ন।এবার লক্ষ্য ৪ ইন্টু ১০০মিটার জয়। এ পর্যন্ত অলিম্পিক্সে ৮ টি সোনা পেয়েছেন বোল্ট। ট্রিপল ট্রিপল করার থেকে আর মাত্র একটি সোনা দূরে বোল্ট।
বোল্ট দৌড়ের আগে বলেছিলেন যে, ২০০ মিটারে নিজের ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ড তিনি ভাঙতে চান। বলেছিলেন, ‘আমি ২০০ মিটার আঠারো সেকেন্ডের মধ্যে শেষ করতে চাই।এই ইচ্ছা অবশ্য পূরণ হয়নি তাঁর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement