Table Tennis: ট্রাক ধর্মঘটের জের, দেরিতে শুরু হল টিটি প্রতিযোগিতা, প্রথম দিন বাংলার মেয়েদের দাপট
TT News: শনিবার ৮৫তম ইউটিটি ইয়ুথ অ্যাণ্ড জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হল। উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
কলকাতা: ট্রাক ধর্মঘটের প্রভাব পড়ল জাতীয় টেবিল টেনিসের আসরে। শনিবার আন্তঃরাজ্য ইয়ুথ অ্যাণ্ড জুনিয়র টেবিল টেনিস (UTT Inter-State Youth and Junior National Table Tennis Championships) শুরু হওয়ার কথা ছিল সকাল নটায়। কিন্তু প্রয়োজনীয় সামগ্রী (ম্যাট, টেবিল টেনিস বোর্ড) স্টেডিয়ামে এসে পৌছয় বেলা দশটায়। যা আসার কথা ছিল শুক্রবার সকালে। ফলে সকাল নটায় প্রতিযোগিতার বল গড়ানোর বদলে তা শুরু হয় বিকেল সাড়ে তিনটেয়। সাড়ে ছয় ঘণ্টা দেরিতে খেলা শুরু হলেও প্রতিযোগীরা সকলেই অধৈর্য্য না হয়ে অপেক্ষা করছিলেন।
রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, “এই দেরির ঘটনা সমর্থনযোগ্য নয়। মেরঠ থেকে গত শনিবার ম্যাট এবং বোর্ড নিয়ে রওনা দিয়েছিল যে গাড়ি, তা সঠিক সময়ে না পৌছনোয় এই বিপত্তি। তবে রাজ্য সংস্থার বিশেষ তৎপরতায় এই ঝক্কি সামলানো গিয়েছে। আপাতত ১৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় টেবিল টেনিসের আসর সফলভাবে আয়োজন করাই লক্ষ্য।”
শনিবার ৮৫তম ইউটিটি ইয়ুথ অ্যাণ্ড জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হল। উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু। মেয়েদের দলগত এবং ব্যক্তিগত বিভাগ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। ছয় থেকে নয় জানুয়ারি পর্যন্ত মেয়েদের প্রথমে দলগত চ্যাম্পিয়নশিপ এবং তারপর ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ খেলা হবে। ১২ জানুয়ারি টিটিএফআই শীর্ষ কর্তা কমলেশ মেটা এবং অন্যান্য পদাধিকারীরা কলকাতায় আসছেন বলে জানিয়েছেন রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব।
শনিবার দেরিতে খেলা শুরু হলেও টিটি বোর্ডের পারফরম্যান্সে অবশ্য তার প্রভাব পড়েনি। মহারাষ্ট্রের হয়ে প্রথম দিন রাজস্থানের বিরুদ্ধে জিতেছে সায়ালি ওয়ানি, পৃথা বার্তিকার ও তানিশা কোটেচা। প্রথম দিন জয় দিয়ে শুরু করেছে হরিয়ানার মেয়েরাও। বাংলার প্যাডলারেরাও ছন্দে। সিন্ড্রেলা দাস স্ট্রেট গেমে হারিয়েছে কাজল সোলাঙ্কিকে। জিতেছে নন্দিনী সাহা ও দিস্তা রায়।
আরও পড়ুন: Shubham Dubey: বাবার ছিল পানের দোকান, কোটিপতি হয়ে শুভমের কানে বাজছে সৌরভের মন্ত্র
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে