Rohit Sharma: যে ক্লাবে ছোটবেলা ক্রিকেট খেলা শুরু, সেখানে দাঁড়িয়েই বিয়ের প্রস্তাব দেন রোহিত
Indian Cricket Team: রোহিতের ম্যানেজার হিসাবে কাজ শুরু করেন রীতিকা। একসঙ্গে অনেক সময় কাটানোর ফলে দুজনের বন্ধুত্বও হয় বেশ গাঢ়। সেখান থেকে প্রেমের সূত্রপাত।
মুম্বই: খেলার মাঠের প্রেমকাহিনি অনেক সময় সিনেমার গল্পকেও যেন হার মানায়। আর ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket Team) প্রেমকাহিনি তো সিনেমার মতোই। সচিন তেন্ডুলকর-অঞ্জলি থেকে শুরু করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কে এল রাহুল-আথিয়া শেট্টি, তালিকাটা লম্বা। যদিও রোহিত শর্মা-রীতিকা সাজদের প্রেম, (Rohit Sharma) বিয়ে বেশ ব্যতিক্রমী। কেন? রীতিকার (Ritika Sajdeh) ম্যানেজার ছিলেন যে রীতিকা। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত।
একটা বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় আলাপ হয় দুজনের। রীতিকা তখন চাকরি করতেন একটি স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায়। রীতিকার আর একটি পরিচয়, তিনি ক্রিকেটার যুবরাজ সিংহের পাতানো বোন। যুবিকে রাখি পরাতেন রীতিকা।
শুরুতে রোহিত-রীতিকার সম্পর্কে ছিল পেশাদারিত্বের মোড়ক। রোহিতের ম্যানেজার হিসাবে কাজ শুরু করেন রীতিকা। একসঙ্গে অনেক সময় কাটানোর ফলে দুজনের বন্ধুত্বও হয় বেশ গাঢ়। সেখান থেকে প্রেমের সূত্রপাত।
৬ বছর প্রেম করার পর রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন রোহিত। মুম্বইয়ের বোরিভালি স্পোর্টস ক্লাবে। মাত্র ১১ বছর বয়সে যে ক্লাবে খেলা শুরু করেন রোহিত, সেখানেই রীতিকাকে প্রপোজ করেন রোহিত।
স্বাভাবিকভাবেই রাজি হয়ে যান রীতিকা। মিঞা-বিবি রাজি, তো কেয়া করেগা কাজি। ২০১৫ সালের ৩ জুন দুজনের বাগদান হয়। তারপর জমকালো অনুষ্ঠানে হয় আংটিবদল। বলিউডের অনেকেও নিমন্ত্রিত ছিলেন।
সে বছরই ১৩ ডিসেম্বর মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত-রীতিকা। রোহিত তখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। বিয়ের পার্টির আয়োজন করেছিলেন অম্বানিরাই।
সোশ্যাল মিডিয়াতে রীতিকার সন্তানসম্ভবা হওয়ার খবর দেন রোহিত। বিয়ের তিন বছর পর, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কন্যাসন্তান হয় রোহিত-রীতিকার। নাম রাখেন সামাইরা।
বরাবরই রোহিতের পাশে আস্থা-ভরসার স্তম্ভ হয়ে থেকেছেন রীতিকা। তাঁদের প্রেম, বিয়ে ও সংসার রূপকথার মতো লাগে কারও কারও কাছে।সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাঁচ আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ককে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে। বিতর্কিত এই সময়েও রোহিতের পাশে থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন রীতিকা।
বিবাহিত জীবনের আট বসন্ত পেরিয়ে এসেছেন রোহিত-রীতিকা। প্রত্যেকবার বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে শুভেচ্ছা জানায় শর্মা দম্পতি।
মুম্বইয়ের ওরলির আহুজা টাওয়ারে ৬০০০ স্কোয়্যার ফিটের বিরাট বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন রোহিত-রীতিকা।
আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।