এক্সপ্লোর
Advertisement
নরসিংহর ভাগ্য নির্ধারণ সোমবার
নয়াদিল্লি: কুস্তিগির নরসিংহ যাদব আদৌ রিও অলিম্পিকে যোগ দিতে পারবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটল না। শনিবার রাতে আট ঘণ্টা ধরে চলা বৈঠকের পরেও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)। সোমবার বিকেলে রায় ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।
নাডার ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবাল বলেছেন, শনিবারের বৈঠকে বহু নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠার পর থেকে এখনও পর্যন্ত ঘটনার গতি-প্রকৃতি যেদিকে এগিয়েছে, সে সবকিছু নিয়েই আলোচনা হয়েছে। প্রচুর তথ্য-প্রমাণ পরীক্ষা করতে হয়েছে। সওয়াল-জবাবও চলেছে দীর্ঘক্ষণ ধরে। সেই কারণে বৈঠক দীর্ঘায়িত হয়। সঠিক বিচার যাতে হয়, সেটা নিশ্চিত করতে চাইছে নাডা। সেই কারণেই বৈঠকের পরেই রায় ঘোষণা হয়নি। সোমবার বিকেল চারটেয় রায় ঘোষণা হবে।
নরসিংহ এখনও ষড়যন্ত্রের অভিযোগে অনড়। তাঁর দাবি, তিনি নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। তাঁর খাবারে কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল। কুস্তি ফেডারেশন কয়েকদিন আগে পর্যন্তও তাঁর পাশে ছিল। ফেডারেশনের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছিল, যড়যন্ত্র করে নরসিংহকে ফাঁসানো হয়েছে। তবে শনিবার রাতের বৈঠকের পর ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংহ বিচারাধীন বিষয় বলে কোনও মন্তব্য করতে রাজি হননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement