এক্সপ্লোর
নিকোলাস পুরানের থ্রো আছড়ে পড়ল মুখে, চোট পেলেন বিজয় শঙ্কর
যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

দুবাই: গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাটিং-ফিল্ডিংয়ে ভাল পারফরম্যান্স দেখালেও, দলকে জেতাতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার বিজয় শঙ্কর। পাশাপাশি তিনি চোটও পান। নিকোলাস পুরানের থ্রো তাঁর মুখে লাগে। যদিও সেই চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।
গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে মাত্র ১২৬ রান করে পঞ্জাব। ৩২ রানে অপরাজিত থাকেন পুরান। অধিনায়ক কে এল রাহুল করেন ২৭ রান। ক্রিস গেইল ২০ ও মনদীপ সিংহ ১৭ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল করেন ১২ রান।
হায়দরাবাদ সহজেই এই ম্যাচ জিতবে বলে ধরে নিয়েছিলেন সবাই। অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৩৫) ও অপর ওপেনার জনি বেয়ারস্টোর (১৯) জুটিতে ৫৬ রান যোগ হয়। ফলে হায়দরাবাদের জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। ৬.২ ওভারে ওয়ার্নার ফিরে যাওয়ার পরেই ৭.২ ওভারে ফিরে যান বেয়ারস্টো। ৬৭ রানের মাথায় হায়দরাবাদের তৃতীয় উইকেটের পতন হয়। ফিরে যান আবদুল সামাদ (৭)। এরপরেও ভাবা যায়নি হায়দরাবাদ এই ম্যাচ হেরে যাবে। মণীশ পাণ্ডে (১৫) ও বিজয়ের (২৬) জুটি দলের রান ১০০ পর্যন্ত নিয়ে যান। এরপর ফিরে যান মণীশ। দলের ১১০ রানের মাথায় আউট হন বিজয়। এরপরেই হায়দরাবাদের ব্যাটিং লাইনআপে ধস নামে। ১১৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ। পরপর ফিরে যান জেসন হোল্ডার (৫), প্রিয়ম গর্গ (৩), রশিদ খান (০), সন্দীপ শর্মা (০), খলিল আহমেদ (০)। অভাবনীয়ভাবে ম্যাচ জেতে পঞ্জাব।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এলেন রাহুলরা। অন্যদিকে, ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকল হায়দরাবাদ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
প্রযুক্তি
জেলার
আইপিএল
জেলার
Advertisement
