এক্সপ্লোর
চিনা বক্সারকে হারিয়ে সীমান্তে শান্তির আর্জি বিজেন্দ্রর
মুম্বই: চিনের বক্সার জুলপিকার মইমইতিয়ালিকে হারিয়ে এশিয়ার দ্বিমুকুট জিতলেন বিজেন্দ্র সিংহ। এই জয়ের সুবাদে নিজের ডবলুবিও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাবটি ধরে রাখার পাশাপাশি ডবলুবিও ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট খেতাবটিও পকেটে পুরলেন তিনি। পেশাদার বক্সার হিসেবে এটি তাঁর দ্বিতীয় খেতাব। এই নিয়ে পেশাদার বক্সিং কেরিয়ারের ৯ টি লড়াইয়ের ৯ টি-তেই জয় হরিয়ানার তারকা বক্সারের। ১০ রাউন্ডের লড়াইয়ে এদিন ছিল টানটান থ্রিলার।
জয়ের পরে বক্সিং রিংয়ে উঠে আসে চিন-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা। বিজেন্দ্র সীমান্ত থেকে চিনকে সেনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এর জন্য তিনি তাঁর জেতা ডবলুবিও ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট খেতাব ছাড়তে রাজি বলেও জানিয়েছেন। জয়ের পর বিজেন্দ্র বলেছেন, ‘আমি জুলপিকারকে এই বেল্ট দিতে রাজি। আমি সীমান্তে শান্তির বার্তা দিতে চাই। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জুলপিকারের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে তাঁকে কটাক্ষ করে বিজেন্দ্র বলেছিলেন, চিনা জিনিস বেশিদিন টেকে না। জয়ের পর অবশ্য বলেছেন, ‘আমার মনে হয়েছিল, চিনা প্রতিপক্ষ বেশিক্ষণ লড়াই করতে পারবে না। কিন্তু ও যেভাবে লড়াই করেছে, তাতে আমি অবাক হয়েছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement