অলিম্পিকের টিকিট পাকা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় কুস্তিগীর বীনেশ ফোগতের
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন কুস্তিগীর বীনেশ ফোগত।
কাজাখস্থান: ২০২০ সালে টোকিও অলিম্পিকের রাস্তা একেবারে পাকা। কোনও অঘটন না ঘটলে জাপানে অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন হরিয়ানার কুস্তিগীর ২৫ বছরের বীনেশ ফোগত। বুধবার কাজাখস্থানে মার্কিন কুস্তিগীর সারাহকে ৮-২-এ হারিয়ে টোকিও-র টিকিট পাকা করেছেন বীনেশ। বুধবার ওই প্রতিযোগিতায় মারিয়া প্রেভোলারাকিকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকও জিতলেন তিনি।
#VineshPhogat becomes first Indian wrestler to book spot at #Olympics 2020 pic.twitter.com/hiiYRnfaqM
— Doordarshan News (@DDNewsLive) September 18, 2019
চলতি প্রতিযোগিতায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় কুস্তিগীরের শুরুটা হয়েছিল চমকপ্রদভাবে। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর সোফিয়া ম্যাটসনকে ১৩-০-তে হারিয়েছেন তিনি। যদিও জাপানের মায়ু মুকিয়াইদার কাছে হারার ফলে সোনার পদকের দৌড় থেকে ছিটকে যান বীনেশ। তবে ৫৩ কেজি বিভাগে উইক্রেনের ইউলিয়াকে ৫-০-তে হারিয়ে ফের পদকের লড়াইয়ে চলে আসেন তিনি। আজ গ্রিসের মারিয়া প্রেভোলারাকির বিরুদ্ধে জয়ের সঙ্গেই তাঁর ঝুলিতে চলে এল বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম পদক।