Kohli & Ronaldo in Manchester: একই শহরে কোহলি-রোনাল্ডো, দেখা হবে দুই মহাতারকার?
ম্যাঞ্চেস্টারে এখন চাঁদের হাট। একদিকে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের প্রস্তুতি, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বিতীয়বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে অভিষেক।
ম্যাঞ্চেস্টার: বাণিজ্যকেন্দ্রিক শহর বলে ইংল্যান্ডের এই জনপদের নাম ম্যাঞ্চেস্টার। তবে শহর এখন খেলার মৌতাতে মেতে উঠেছে।
ম্যাঞ্চেস্টারে এখন চাঁদের হাট। একদিকে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের প্রস্তুতি নিয়ে ব্যস্ত বিরাট কোহলি (Virat Kohli) অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দ্বিতীয়বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে অভিষেক। একই শহরে ক্রিকেট ও ফুটবলের দুই মহাতারকা। দেখা হবে কোহলি-ক্রিশ্চিয়ানোর?
বিরাট কোহলি ফুটবলপ্রেমী। তিনি রোনাল্ডোর অনুরাগীও। এর আগে রোনাল্ডো ও কোহলিকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে তা আলাদা আলাদা জায়গায় শ্যুটিং হয়েছিল। মুখোমুখি দুই মহাতারকার সাক্ষাৎ এখনও অধরাই রয়ে গিয়েছে। তবে বর্তমানে দুইজনেই ম্যাঞ্চেস্টারে রয়েছেন।
বৃহস্পতিবার ল্যাঙ্কাশায়ার ক্রিকেটের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেই পোস্ট নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথমে ল্যাঙ্কাশায়ারের তরফেই ট্যুইট করে বলা হয়, ‘বর্তমানে ম্যাঞ্চেস্টারে বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনেই রয়েছেন। ইন্টারনেটে চাঞ্চল্য ছড়িয়ে ওল্ড ট্র্যাফোর্ডে দুজনের একটা ট্রেনিং সেশনের আয়োজন করলে কেমন হয়?’ জবাবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়, ‘এক শহরে দুই সর্বকালের সেরা।’ এরপর ল্যাঙ্কাশায়ারের তরফে লেখা হয়, ‘আমরা তাহলে এটাকে হ্যাঁ হিসাবেই ধরছি।’
এই ট্যুইট নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। তবে আপাতত বিরাট ব্যস্ত পঞ্চম টেস্ট নিয়ে। আর রোনাল্ডো নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের ম্যাচ নিয়েই মগ্ন। তার ওপর ভারতীয় শিবিরে হানা দিয়েছে করোনা। তাই দুই মহাতারকার দেখা হওয়া কতটা সম্ভবপর হবে, বলা যাচ্ছে না।
ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হওয়ার পরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে পঞ্চম টেস্ট নিয়ে।
ওভাল টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর করোনা আক্রান্ত হন। তিনজনকে ছাড়াই সিরিজের শেষ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছয় ভারতীয় দল। তবে বিপত্তি দেখা দিয়েছে ম্যাঞ্চেস্টারেও। সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামার আগের দিন ফের ভারতীয় শিবিরে হানা দিয়েছে করোনা।
ভারতীয় শিবিরের খবর, বৃহস্পতিবার দলের এক সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। যোগেশের করোনা রিপোর্ট পজিটিভ জানা মাত্রই ভারতীয় দল অনুশীলন বন্ধ করে দিতে বাধ্য হয়। তড়িঘড়ি ক্রিকেটাদের নিজেদের হোটেলের রুমে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার চেয়েও আশঙ্কাজনক হচ্ছে, বুধবার ভারতীয় দলের অনুশীলনের পরে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাতেই পজিটিভ হয়েছেন যোগেশ। আর সেদিন অনুশীলনে যোগেশের সংস্পর্শে এসেছিলেন প্রায় সব ভারতীয় ক্রিকেটারই। এরপরেই সিরিজের পঞ্চম টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।