এক্সপ্লোর
Advertisement
দেখুন: জন্মদিনে কেক খাইয়ে দিলেন স্ত্রী অনুষ্কা, কপালে চুম্বন এঁকে দিলেন কোহলি
বিরল বিয়ানির শেয়ার করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, অন্তঃসত্ত্বা অনুষ্কা স্বামীকে কেক খাইয়ে দিচ্ছেন। এরপর কোহলি আদর করে স্ত্রীর কপালে চুম্বন এঁকে আলিঙ্গন করছেন।
দুবাই: মরু শহর দুবাইতে ৩২ তম জন্মদিন পালন করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বর্তমানে আইপিএলের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছেন কোহলি। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সহ খেলোয়াড় ও স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন কোহলি। জন্মদিনের পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। বিরল বিয়ানির শেয়ার করা ওই ভিডিওতে দেখা গিয়েছে, অন্তঃসত্ত্বা অনুষ্কা স্বামীকে কেক খাইয়ে দিচ্ছেন। এরপর কোহলি আদর করে স্ত্রীর কপালে চুম্বন এঁকে আলিঙ্গন করছেন।
খুব শীঘ্রই কোহলি ও অনুষ্কার বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি। আগামী জানুয়ারিতেই সন্তানের জন্ম দেবেন অনুষ্কা।
কয়েকদিন আগেই কোহলি অনুষ্কার সঙ্গে নিজের একটি রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। কোহলি এই ছবির কৃতিত্ব আরসিবি-র সহ খেলোয়াড় এবি ডিভিলিয়ার্সকে দিয়েছিলেন। ওই ছবিতে সমুদ্রে কোহলি ও অনুষ্কাকে একে অপরের দিকে অনুরাগভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গিয়েছিল।
জিরো সিনেমা মুক্তির পর অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা। তিনি এখন কোহলির সঙ্গেই সময় কাটাচ্ছেন এবং তাঁর প্রোডাকশন কোম্পানির কাজ দেখাশোনা করছেন।
এরইমধ্যে কোহলির নেতৃত্বাধীন আরসিবি শুক্রবার আইপিএলের এলিমিনেটরে আবু ধাবিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement