এক্সপ্লোর
ছোটবেলার অ্যাকাডেমিতে সংবর্ধনা বিরাটকে
![ছোটবেলার অ্যাকাডেমিতে সংবর্ধনা বিরাটকে Virat Kohli Felicitated By Childhood Academy In Delhi ছোটবেলার অ্যাকাডেমিতে সংবর্ধনা বিরাটকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/06132449/C3aELFPUcAIRKhG.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিরাটের ছোটবেলার ছবি। সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: পদ্মশ্রী সম্মান পাওয়া এবং ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অধিনায়ক নির্বাচিত হওয়ার জন্য বিরাট কোহলিকে সংবর্ধনা দিল পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমি। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিরাটের মা সরোজ, ভাই বিকাশ, ছোটবেলার কোচ রাজকুমার শর্মা, প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন ও ক্রিকেটকর্তা রাজীব শুক্ল।
এই অ্যাকাডেমি থেকেই ক্রিকেট খেলা শুরু করেন বিরাট। রাজকুমার তাঁকে খেলা শেখান। ওয়াসন দিল্লির নির্বাচক থাকার সময় রঞ্জি দলে সুযোগ দেন বিরাটকে। স্বভাবতই এই অ্যাকাডেমিতে সংবর্ধনা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের অধিনায়ক। তিনি বলেন, ‘রাজকুমার স্যারের সঙ্গে আমি ১৯ বছর ধরে আছি। আমার শিকড় এই অ্যাকাডেমিতে। এখানে যখনই আসি নতুন কিছু শিখি।’
রাজকুমার তাঁর ছাত্রের প্রশংসা করে বলেন, ‘বিরাট সংযম ও পরিশ্রমের জন্যই সাফল্য পেয়েছে। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ও নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সারা বিশ্ব আজ ওর প্রতিভাকে স্বীকৃতি জানাচ্ছে। এটা গর্বের বিষয়।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)