এক্সপ্লোর
বড়দিনের ছুটি কাটাতে উত্তরাখণ্ডে বিরাট-অনুষ্কা

নয়াদিল্লি: বড়দিন ও নববর্ষের ছুটি কাটাতে বান্ধবী অনুষ্কা শর্মাকে নিয়ে উত্তরাখণ্ডে গেলেন বিরাট কোহলি। দেহরাদুন বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর তাঁরা হৃষীকেশ থেকে ১২ কিলোমিটার দূরে একটি হোটেলে উঠেছেন। তাঁরা কতদিন উত্তরাখণ্ডে থাকবেন সেটা জানা যায়নি। তবে তাঁদের সম্মানে এক বিশেষ ক্রিসমাস পার্টি আয়োজন করা হয়েছে। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাটের এ বছরটা অসাধারণ কেটেছে। তিনি ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন। সদ্যসমাপ্ত সিরিজে ইংল্যান্ডকে ৪-০ হারিয়ে দিয়েছে ভারত। ফলে এবারের বড়দিন বিরাটের কাছে বিশেষ আনন্দের। অনুষ্কারও ২০১৬ খুব ভাল কেটেছে। তাঁর অভিনীত সুলতান ও অ্যায় দিল হ্যায় মুশকিল এ বছরের অন্যতম সফল ছবি। ফলে অনুষ্কাও খুশি। গত ৫ নভেম্বর বিরাটের জন্মদিন পালন করার জন্য রাজকোটে ভারতীয় দলের হোটেলে গিয়েছিলেন তিনি। এবার একসঙ্গে ছুটি কাটাতে গেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















