এক্সপ্লোর
কোহলি আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান, তবে ওকে ধোনির কাছ থেকে অধিনায়কত্ব শিখতে হবে, বলছেন আফ্রিদি

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে তাঁর সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান বলে অভিহিত করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে একইসঙ্গে তিনি বলেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে অধিনায়কত্ব শিখতে হবে কোহলিকে। ধোনিই তাঁর সবচেয়ে প্রিয় অধিনায়ক। আফ্রিদির মতে, অস্ট্রেলিয়া সফরে সাফল্য পেতে গেলে ভারতীয় ব্যাটসম্যানদের ভাল পারফরম্যান্স দেখাতে হবে। তবে অস্ট্রেলিয়ার পিচ আর আগের মতো নেই। বল বাউন্স করলেও, রান করা সহজ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















