এক্সপ্লোর
Advertisement
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলে কোহলি, বুমরাহ
মেলবোর্ন: ক্রিকেট অস্ট্রেলিয়ার ২০১৮-র বর্ষসেরা টেস্ট দলে রাখা হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জসপ্রিত বুমরাহকে। গতকাল সোমবার বছরের শেষদিনে এই দল ঘোষণা হয়। ভারত ছাড়াও ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের খেলোয়াড়রা। কিন্তু বিস্ময়কর ব্যাপার হল, এই দলে রয়েছেন মাত্র একজন অস্ট্রেলিয়।অভিজ্ঞ স্পিনার নাথন লায়নই ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলে একমাত্র অজি ক্রিকেটার।
এছাড়াও দলে রাখা হয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে। তিনিই ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলের অধিনায়ক। ইংল্যান্ডের জস বাটলারকে উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে নিউজিল্যান্ডের টম লাথামের ওপেনিং পার্টনার হিসেবে রাখা হয়েছে। তিন নম্বরে উইলিয়ামসন, চার নম্বরে কোহলি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এ বি ডিভিলায়ার্সকে পাঁচ নম্বর ব্যাটসম্যান হিসেবে দলে রাখা হয়েছে।
এছাড়াও দলে রাখা হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার, দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা, লায়ন, পাকিস্তানের মহম্মদ আব্বাস ও ভারতের বুমরাহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement